Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

প্রবল বন্যায় গুজরাতের রাস্তায় কুমির!


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:২৯ এএম

প্রবল বন্যায় গুজরাতের রাস্তায় কুমির!

গান্ধিনগর, ৪ আগস্ট: বন্যায় ভেসেছে বিশ্বামিত্রি নদী। সেই নদীর জলের সঙ্গে ভেসে ভদোদরার নদী-সংলগ্ন জনবসতিগুলিতে ঢুকে পড়ছে কুমির। স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত মাসেই জনবসতিতে ঢুকে পড়া এ রকম ২১টি কুমির উদ্ধার করেছে তারা। বিশ্বামিত্রি নদীর প্রায় ১৭ কিলোমিটার অংশ গুজরাতের ভদোদরার উপর দিয়ে যায়। এই নদীতে অনন্ত তিনশো কুমির রয়েছে। প্রতি বছর বর্ষার এলেই জলের সঙ্গে জনবসতিতে ভেসে আসে এই কুমিরগুলি। প্রশাসন জানিয়েছে, এ বছর জুন মাসেও উদ্ধার হয়েছে ৪টি কুমির, জুলাইয়ে ২১টি।  
দেশজুড়েই চলছে প্রাকৃতিক বিপর্যয়। এই বিপর্যয়ে মানুষ, পশু সবাই ভুগছে। তবে বিজেপি প্রশাসন উদ্ধারকাজ ও ত্রাণকাজ ভালোভাবে সামাল দিতে পারছে না বলে অভিযোগ উঠছে। এই সময় পাশে দাঁড়াচ্ছেন নানা ক্ষেত্রের মানুষজন।

ওয়েনাড়ের বিপর্যয়ের পরে দক্ষিণের বিভিন্ন অঞ্চলের চিত্রতারকারা পাশে দাঁড়াচ্ছেন। সেই তালিকায় এ বার যোগ হল আল্লু অর্জুনের নাম। তেলুগু সুপারস্টার আল্লু কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা দান করেছেন। পাশাপাশি, মালায়ালম সিনেমার অভিনেতা মোহনলাল নিজে উদ্ধারকাজের জন্য ওয়েনাড়ে গিয়েছিলেন এবং পুনর্বাসনের জন্য ৩ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।