Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

বাংলায় বন্যা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, জল ছাড়া নিয়ে হেমন্ত সোরেনের সঙ্গে কথা মমতার


Kibria Ansary   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৫ পিএম

বাংলায় বন্যা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, জল ছাড়া নিয়ে হেমন্ত সোরেনের সঙ্গে কথা মমতার

পুবের কলম, ওয়েবডেস্ক: পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। যা নিয়ে চিন্তা বাড়ছে বাংলার। ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে আচমকা প্রচুর জল ছাড়ায় প্লাবিত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। রবিবার উদ্বিগ্ন হয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “এখনই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনজির সঙ্গে আমার কথা হল। বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হল। ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে আচমকা প্রচুর জল ছাড়ার বিষয়টি নিয়ে ওঁর সঙ্গে কথা হয়েছে। এই জলে ইতিমধ্যে বাংলাকে প্লাবিত করতে শুরু করেছে। আমি ওঁকে বললাম, ঝাড়খণ্ডের জলে বাংলায় বন্যা হচ্ছে। যা ম্যান-মেড। বিষয়টির দিকে নজর রাখতে অনুরোধ করেছি।”

এদিকে বন্যা পরিস্থিতি নিয়ে আগাম সর্তক রয়েছে নবান্ন। ইতিমধ্যে গোটা বন্যা পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলার জেলাশাসকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। পরিস্থিতির উপর নজর রাখতে নির্দেশ দিয়েছেন তিনি।