Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

পুণের পোর্শেকাণ্ডের ছায়া যোগীরাজ্যে, নাবালকের গাড়ি পিষে দিল মা-মেয়েকে


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৪ এএম

পুণের পোর্শেকাণ্ডের ছায়া যোগীরাজ্যে, নাবালকের গাড়ি পিষে দিল মা-মেয়েকে

পুবের কলম,ওয়েবডেস্ক: পুণের পোর্শেকাণ্ডের ছায়া এবার যোগীরাজ্যে। স্কুটিচালক মা ও মেয়েকে পিষে দিল গাড়ি। অভিযুক্ত নাবালক। উত্তরপ্রদেশের এহেন কাণ্ডে তাজ্জব স্থানীয়রা। যা নিতে বিতর্কের অন্ত নেই।  

 

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, স্কুটি চেপে মেয়েকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন ওই মা। উল্টোদিক থেকে আসছিল ওই গাড়ি। চালকের আসনে ছিল এক নাবালক। বেশ কয়েক বন্ধুদের সঙ্গে নিয়ে  গাড়ি নিয়ে স্টান্টবাজি করার চেষ্টা করছিল সে। আর ওই কেরামতি দেখানোর সময়ই সামনে পড়ে যান স্কুটি চালক মহিলা ও তাঁর কন্যা। মুহূর্তে তাঁদের পিষে দেয় গাড়ি। মহিলার মৃত্যু হয়েছে। তাঁর মেয়ে গুরুতর আহত। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন। 

পুলিশ সূত্রে খবর, স্থানীয়রা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।  অভিযুক্ত কিশোরের কাছ থেকে কোনও ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি। পরে পুলিশকে অভিযুক্তর বাবা জানিয়েছেন, ছেলে তাঁর অজ্ঞাতসারেই ওই গাড়িটি নিয়ে বেরিয়েছিল। বোনকে কলেজে পৌঁছে দিতে যায় সে। আর তখনই ঘটেছে দুর্ঘটনা।