Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

যুদ্ধের পারদ চড়ছে মধ্যপ্রাচ্যে, ইসরাইলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০০ এএম

যুদ্ধের পারদ চড়ছে মধ্যপ্রাচ্যে, ইসরাইলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান

তেহরান, ৩ অগাস্ট: হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর ঘটনায় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা এখন চরমে। নিজেদের কর্মকাণ্ডের জন্য ইসরাইলকে ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান হামলা চালালে তেল আবিবও যে বসে থাকবে না, তা সাফ জানিয়ে দিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও সংকটময় হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ইসরাইলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনায় বসার কথা জানিয়েছে তেহরান। নিজেদের কর্মকাণ্ডের জন্য ইসরাইলকে ফল ভুগতে করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মাদ বাকেরি।

এদিকে, ইরান হামলা করলে বসে থাকবে না ইসরাইল। তেহরানের হুমকির জবাবে এমনই হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যেকোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত রয়েছেন। কোনো আগ্রাসন চালানো হলে, তার হিসাব ভালোমতো চুকিয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেন নেতানিয়াহু।

অন্যদিকে ইসরাইলের নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরান, হামাস, হিজবুল্লাহ ও হুতিদের সব হুমকির বিরুদ্ধে ইসরাইলের পাশে থাকার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।