Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

রান্না ছেড়ে থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দিতে ছুটলো মহিলা


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:০৬ এএম

রান্না ছেড়ে থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দিতে ছুটলো মহিলা

রহমতুল্লাহ, সাগরদিঘী: শনিবার সকালে সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়, ১৫ বছরের এক থ্যালাসেমিয়া কিশোরী নাফিসা পারভীন। তার মা রক্তের জন্যে ফোন করেন সাগরদিঘী উইনার ট্রাস্ট এর সম্পাদক ও রক্ত যোদ্ধা সঞ্জীব দাসকে। সঞ্জীব আশ্বাস দেই রক্তের ব্যবস্থা হয়ে যাবে। এরপর সঞ্জীব দাস ফোন করেন সাগরদিঘির পারুলিয়া গ্রামের এক 'বি নেগেটিভ' রক্তদাতা এক মহিলাকে তার নাম ইন্দ্রানী সাহাকে। সে তখন রান্না করতে ব্যাস্ত কারণ তার একটা ছোট্ট সংসার ১৪ বছরের মেয়ে আছে তার। স্বামী নেই। ইন্দ্রানী সাহা সাহা সঞ্জীব কে বলেন তুমি এসো আমি রক্ত দিতে যাবো। এর পর সঞ্জীবের বাইকে চেপেই সাগরদিঘী ব্লাড সেন্টারে যায় এবং সে রক্ত দান করেন। রক্ত পেয়ে খুশি রোগীর মা অনেক ধন্যবাদ জানিয়েছে রক্তদাতা ইন্দ্রানী সাহাকে।