Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

আখরীগঞ্জ চরে বুনো শুয়োরের আক্রমণে জখম দুই


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:২৬ এএম

আখরীগঞ্জ চরে বুনো শুয়োরের আক্রমণে জখম দুই

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ: বুনো শুয়োরের আক্রমণে জখম হল দুই ব্যক্তি। শুক্রবার ঘটনাটি ঘটে রানিতলা থানার আখরীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চর নতুন রাজাপুর এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, এদিন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চরের কৃষি জমিতে পাট কাটতে গিয়েছিল কয়েকজন কৃষক। পাটের জমিতে লুকিয়ে থাকা বুনো শুয়োর হঠাৎ আক্রমণ করে বসে তাদের উপর। বাবুলাল মন্ডল ও প্রসেনজিৎ মন্ডল নামে দুই কৃষক গুরুতর আহত হয়। তাদের স্থানীয় নসিপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় কর্মরত কৃষকরা। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের রেফার করা হয়। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে পরিবার সূত্রে খবর।

স্থানীয় কৃষক তারাপদ মন্ডল বলেন, ‘আখরীগঞ্জের চর এলাকায় বুনো শুয়োর ফসল নষ্ট করে দিচ্ছে। কখনো কখনো এভাবে আমাদের উপর আক্রমণ করছে। আহত হচ্ছে কৃষকরা। এর আগেও একাধিকবার এধরনের ঘটনা ঘটেছে।’ কৃষকদের দাবি, সরকার অথবা বনদপ্তর চরের এই ঘটনা নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করুক। নয়তো আগামী দিনে এই ধরনের ঘটনা আরও বাড়বে।