Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ইসরাইলকে জবাব  দেবই: হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরাল্লাহ


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:১৭ পিএম

ইসরাইলকে জবাব  দেবই: হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরাল্লাহ

 

 

বেইরুট, ৩ আগস্ট:  ইসরাইলের সঙ্গে সংঘাত এখন ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন ইরান সমর্থিত ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরাল্লাহ। লেবাননের রাজধানী বেইরুটে ইসরাইলি হামলায় নিহত হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শোকরের জানাযায় তিনি বলেন, ইসরাইলের সঙ্গে সংঘাত একটি ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করেছে, শত্রুকে অবশ্যই ‘অনিবার্য প্রতিক্রিয়ার’ জন্য অপেক্ষা করতে হবে কারণ তারা সীমা অতিক্রম করেছে।

তিনি বলেন, এসব গুপ্তহত্যার মধ্য দিয়ে যায়নবাদী ইসরাইল সমস্ত রেড লাইন পার করেছে এবং তাদেরকে অবশ্যই গাজার সমর্থক সমস্ত ফ্রন্ট থেকে প্রতিশোধের মুখে পড়তে হবে। হিজবুল্লাহ মহাসচিবের কথায়, ‘বেশ কয়েকটি দেশ থেকে হিজবুল্লাহকে গুপ্তহত্যার প্রতিশোধ না নিতে অনুরোধ জানানো হয়েছে কিন্তু জবাব না দেওয়া হিজবুল্লাহর জন্য অসম্ভব বিষয়।’

ইসরাইলকে লক্ষ্য করে হিজবুল্লাহ মহাসচিব স্পষ্ট বলেন, ‘কোনও আলোচনা নয়। আমাদের ও তোমাদের মধ্যে যে বিষয়টি আছে সেটি হচ্ছে কয়েকটি দিন, কয়েকটি রাত এবং যুদ্ধক্ষেত্র। আমি বলছি, আমরা জবাব দেবই এবং সেটাই চূড়ান্ত।’