Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

রাজ্যকে না জানিয়ে এক লাখ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত ডিভিসির, উদ্বেগে নবান্ন


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪২ এএম

রাজ্যকে না জানিয়ে এক লাখ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত ডিভিসির, উদ্বেগে নবান্ন

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  দিন কয়েক ধরে রাজ্যে চলছে টানা বৃষ্টি। আর তাতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। টানা বর্ষণে পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া-বিভিন্ন জেলায় বিস্তর প্রভাব পড়েছে। এর মধ্যেই জল ছাড়তে শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। রাজ্যকে না জানিয়েই জল ছাড়ছে ডিভিসি, এমনটাই অভিযোগ নবান্নের।

সার্বিক পরিস্থিতির উপর কড়া নজর রেখেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে এক লাখ কিউসেক জল ছাড়তে চলেছে ডিভিসি। আর তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল রাজ্য সরকার।

শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘ডিভিসি আরও এক লাখ কিউসের জল ছাড়লে তা রাজ্যের বাসিন্দাদের জন্য বিপর্যয়ের কারণ হতে পারে বলে আশঙ্কা করছে সরকার। এই জল ছাড়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। কীভাবে এই জল ছাড়ার প্রক্রিয়া স্থগিত করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে।’

সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তবে সতর্ক থাকতে বলা হয়েছে বিশেষ করে ৫ এবং ৬ আগস্ট। ওই সময়ে ভরা কোটাল রয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, উদয়নারায়ণপুর, গোঘাট, আমতা প্রভৃতি অঞ্চলকে ডিভিসির জল ছাড়ার সঙ্গে এই ভরা কোটাল প্লাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই রাজ্য সরকার সকলকে সতর্ক থাকতে অনুরোধ করছে।