Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

রাজ্যে বাড়ছে ডেঙ্গু, জরুরি বৈঠক ডাকলেন পুরমন্ত্রী ফিরহাদ


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৬ এএম

রাজ্যে বাড়ছে ডেঙ্গু, জরুরি বৈঠক ডাকলেন পুরমন্ত্রী ফিরহাদ

 

 

পুবের কলম প্রতিবেদক: রাজ্যের একাধিক জেলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এই পরিস্থিতিকে কড়া হাতে নিয়ন্ত্রণ করতে চাইছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বিভিন্ন পুরসভাগুলি ইতিমধ্যেই তৎপর হয়েছে ডেঙ্গু নিয়ন্ত্রণে।

কিন্তু রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সব থেকে খারাপ অবস্থা মালদহ ও মুর্শিদাবাদ জেলার। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের সবক’টি পুরসভার চেয়ারম্যানদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। 

জানা গিয়েছে, আগামী ৮ আগস্ট বৈঠক হবে। কলকাতা-সহ রাজ্যের প্রতিটি জেলায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। আগের বছরের তুলনায় চলতি মরশুমে যেহেতু দেরিতে বর্ষা এসেছে সেই কারণে বিষয়টি চিন্তার কারণ প্রশাসনের কাছে।

যাতে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে না যায়, সেই কারণে এবার পুরসভার চেয়ারম্যান এবং মেয়রদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন রাজ্যে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।