Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

বিমান বন্দর থেকে অনলাইন অ্যাপ 'যাত্রী সাথী' বুকিংয়ে অতিরিক্ত টাকা গুণতে হবে যাত্রীদের


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০১ এএম

বিমান বন্দর থেকে  অনলাইন অ্যাপ 'যাত্রী সাথী' বুকিংয়ে অতিরিক্ত টাকা গুণতে হবে যাত্রীদের

রমিত বন্দ্যোপাধ্যায়: কলকাতার পরিচিতি বলতে ট্রাম , হাতে টানা রিকশা এবং তারই সঙ্গে রয়েছে হলুদ ট্যাক্সি।  প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এই হলুদ ট্যাক্সিকে বাঁচিয়ে রাখতে এবং চালক-যাত্রী উভয়ের সুবিধার্থে গতবছর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হয় অনলাইন অ্যাপ "যাত্রী সাথী"।

শুক্রবার থেকে কলকাতা বিমানবন্দরে এই যাত্রী সাথী অ্যাপের বুকিংয়ের সময়ে যাত্রীদেরকে প্রতিটা যাত্রা পিছু অতিরিক্ত ৭০ টাকা দিতে হবে। এই অতিরিক্ত টাকা বাড়ানোর কারণ হিসেবে জানা গিয়েছে শুক্রবার থেকে বিমানবন্দরে যাত্রী সাথী অ্যাপ নির্ভর ক্যাবের পার্কিং ফি নেওয়া চালু  হওয়া। এতদিন যাত্রী সাথীর ক্যাবগুলির ক্ষেত্রে বিমানবন্দরে কোনও পার্কিং ফি নেওয়া হতো না।

তবে তার পরেও অন্যান্য বেসরকারি অ্যাপ নির্ভর ক্যাবগুলোর তুলনায় যাত্রী সাথীর খরচ কম রয়েছে বলে জানান এক যাত্রী ।  যাত্রীদের সরকার নির্ধারিত ভাড়া দিতে হয় এই  যাত্রী সাথী  অ্যাপ ক্যাব পরিষেবার ক্ষেত্রে এবং  কোনও কমিশন পদ্ধতি না থাকায় চালকরা তৎক্ষণাৎ ভাড়া পেয়ে যান। ফলে ক্রমশই বাড়ছে এই অ্যাপ ক্যাবের চাহিদা।

 গত ২৫ জুলাই কলকাতা একটি বৈঠকের মাধ্যমে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ, বিধাননগর পুলিশ, পার্কিং এজেন্সি এবং যাত্রী সাথী ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থা এই পার্কিং ফি চালু করার  সিদ্ধান্ত নেয়।  তবে নন-এসি ক্যাব বুকিং করলে যাত্রীদের কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না।

ওমেগা এন্টারপ্রাইজ, বিমানবন্দরের যানবাহন পার্কিং পরিচালনাকারী এজেন্সির পক্ষ থেকে জানা গিয়েছঅ, তারা অন্যান্য বেসরকারি পরিচালিত অ্যাপ সংস্থার তুলনায় এসি যাত্রী সাথী ক্যাবগুলির ক্ষেত্রে কম পার্কিং ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।