Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

সরকার বাজেটে সকলকে অসন্তুষ্ট করতে সফলঃ রাঘব চাড্ডা


আবুল খায়ের   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০০ এএম

সরকার বাজেটে সকলকে অসন্তুষ্ট করতে সফলঃ রাঘব চাড্ডা

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ইল্যান্ডের মত কর প্রদান করে সোমালিয়ার মত পরিষেবা পাচ্ছে ২৫ জুলাই ২০২৪ সালের কেন্দ্রীয় বাজেটের উপর বক্তব্য রাখতে গয়ে বলেন রাজ্যসভার আপ সাংসদ রাঘব চাড্ডা এ দিন তিনি কেন্দ্রীয় এই বাজেটকে হতাশাজনক বলে উল্লেখ করেন তিনি বলেন এই বাজেট বিজেপির সমর্থক ভোটার-সহ সমাজের কোনও অংশের মানুষকেই সন্তুষ্ট করতে পারে নি তিনি বলেন, " সাধারণত যখন একটি বাজেট পেশ হয় তখন সমাজের কিছু অংশ খুশি হয় অন্যরা হয় না তবে এবার সরকার সকলকেই অখুশি করতে সফল হয়েছে এমনকি বিজেপি সমর্থকরাও অসন্তুষ্ট

তিনি করের বোঝার কথা উল্লেখ করে বলেন, গত ১০ বছরে সরকার জনগণের আয়ের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ আয়কর, জিএসটি এবং ক্যাপিটাল গেইন ট্যাক্সের মাধ্যমে আদায় করছে কিন্তু তার পরিবর্তে নাগরিকরা কী পাচ্ছে? তিনি সরকারের দেওয়া পরিষেবার মান নিয়ে প্রশ্ন তোলেন বলেন, আমার ইংল্যাণ্ডের মত ট্যাক্স দিই এবং সোমালিয়ার মতো পরিষেবা পায় তিনি প্রশ্ন তোলেন, সরকার আমাদের কী ধরনের বিশ্বমানের স্বাস্থ্যসেবা, পরিবহণ এবং শিক্ষা দিচ্ছে?

রাঘব চাড্ডা লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফলের প্রসঙ্গ তুলে বলেন, ২০১৯ সালে বিজেপি সরকারের ৩০৩টি আসন ছিল কিন্তু দেশের জনগন সেই আসনগুলিতে ১৮ শতাংশ জিএসটি আরোপ করেছিল সে কারনে আসন সংখ্যা ২৪০-এ নেমে এসেছে এই ফলাফলের প্রাথমিক কারণগুলি অর্থনীতি, অর্থনীতি এবং অর্থনীতি বিজেপির আসনের নিম্নগামিতার জন্য অর্থনৈতিক উদ্বেগকে দায়ী করছেন আপ সাংসদ

তিনি বলেন, শেষ ২৫ মাসে প্রকৃত গ্রামীণ মজুরি ক্রমাগত নেমেছে গ্রামীণ আয়বৃদ্ধির গ্রাফ একদশকের মধ্যে সবচেয়ে নীচে রয়েছে এ ছাড়াও চাড্ডা মাথা পিছু আয়, বেকারত্ব এবং খাদ্য মূল্যস্ফিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি কটাক্ষ করে বলেন, এই প্রবণতাগুলি থাকলে ভবিষ্যতের নির্বাচনে বিজেপি ১২০টি আসনে নেমে আসবে