Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

প্রকৃতির কোলে শিক্ষা দেখতে, স্পেন থেকে শান্তিনিকেতনে তিরিশ শিক্ষক


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৬ এএম

প্রকৃতির কোলে শিক্ষা দেখতে, স্পেন থেকে শান্তিনিকেতনে তিরিশ শিক্ষক

 

দেবশ্রী  মজুমদার, শান্তিনিকেতন :  ক্লাসরুমের চার দেওয়ালে শিক্ষা দান দেখতে অভ‍্যস্ত গোটা বিশ্ব। স্পেন তার ব‍্যতিক্রম নয়। সে কারণে প্রকৃতির কোলে শিক্ষাদান কেমন দেখতে, সরাসরি স্পেন থেকে শান্তিনিকেতনে একদিনের ভ্রমণে এলেন তিরিশ জন শিক্ষক। 

প্রতুল কুণ্ডু নামে একজন বিশ্বভারতীর প্রাক্তনী। তিনি জানান, তিনি স্পেনের এক শহরে থাকেন। ওখানকার এক অধ্যাপক শান্তিনিকেতনে এসেছিলেন। তাঁর কাছ থেকে স্পেনের বেশ কয়েকজন অধ‍্যাপকদের আগ্রহ জন্মায়। তাঁরা পাঠভবনে প্রকৃতির কোলে কিভাবে শিক্ষা লাভ করেন সেটা দেখার।  তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি ওঁনাদের নিয়ে আসি।

গোটাদিন ক‍্যাম্পাস ঘোরার পর ওঁনাদের রবীন্দ্রভবন নিয়ে যাব। উনারা ওখানে অনেক কিছু জানার সুযোগ পাবেন। ভারতীয় শিক্ষা ব‍্যবস্থা নিয়ে উনারা কাজ করছেন। তারমধ‍্যে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন আছে।  আগত জোস ম‍্যানুয়েল জানান, আমি স্পেন থেকে এখানে স্কুল দেখতে এসেছি,  এসেছি শিখতে।