Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

মৃত্যুপুরী কেরল, ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল ৩৪০


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫১ এএম

মৃত্যুপুরী কেরল, ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল ৩৪০

পুবের কলম, ওয়েবডেস্ক: কেরলে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল ৩৪০। লাগাতার জারি রয়েছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে প্রাণের সন্ধানের খোঁজ। নিখোঁজ প্রায় ৩০০ জন। দুর্গতদের উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আহত ২০০-এর বেশি। ধ্বংসস্তূপের মধ্যে কেউ জীবিত আছেন কিনা সেটা খুঁজে দেখার জন্য ব্যবহার করা হবে বিশেষ রাডার। এই রাডারে রয়েছে ড্রোন। জানা গিয়েছে, আপাতত ৩৪০ জনের মৃত্যু হয়েছে ভয়াবহ ভূমিধসে। গত মঙ্গলবারের এই ঘটনার পর টানা চারদিন ধরে চলছে উদ্ধারকাজ। কিন্তু লাগাতার বৃষ্টির কারণে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা এবং বায়ুসেনাও। কিন্তু লাগাতার বৃষ্টি এবং ধসের কারণে ওয়ানড়ের একাধিক সেতু এবং রাস্তা ধ্বংস হয়ে গিয়েছে। ফলে বিপদগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছতেই পারছেন না উদ্ধারকারীরা।

শুক্রবার কাদার নীচ থেকে জীবন্ত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। একটি বাড়ি থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় একই পরিবারের চার জনকে। চুরালমালা গ্রাম থেকে তিন কিলোমিটার দূরে পদভেট্টি কুন্নু একটি ভগ্নপ্রায় বাড়ি থেকে ওই চারজনকে উদ্ধার করা হয়েছে।

৩০ জুলাই ভারী বৃষ্টির জেরে ধস নামে ওয়েনাডে। যার জেরে চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা, নুলপুঝার মতো একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটকদের অন্যতম পছন্দের স্থান ওয়েনাড এখন যেন ধ্বংসস্তূপে পরিণত। বৃহস্পতিবারের পর শুক্রবারও রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের তদারকি করেছেন। ভূমিধসে সহায়-সম্বলহীন হয়ে পড়া পরিবারগুলির সঙ্গে দেখা করে ত্রাণশিবিরে যান রাহুল।

এদিকে ওয়ানাড়ের ভূমিধসকে 'ভয়াবহ ট্র্যাজেডি' বলে আখ্যা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধি। শুক্রবার তিনি বলেছেন, কেরলের ওয়ানাড় জেলার ভূমিধস যে আকার নিয়েছে তা 'ভয়াবহ ট্র্যাজেডি'। এমন ভয়াবহ ভূমিধস রাজ্য কখনো দেখেনি। লোকসভার বিরোধী দলনেতার কথায়, ভূমিধসে ভয়াবহ ঘটনা দিল্লিতে এবং কেরলের মুখ্যমন্ত্রীর কাছে উত্থাপন করবেন তিনি। এটি একটি ভিন্ন স্তরের ট্র্যাজেডি। এই ভয়াবহ ঘটনাকে অন্যভাবে বিবেচনা করা উচিত। একইসঙ্গে কংগ্রেস নেতা আশ্বাস দিয়েছেন, কংগ্রেস দল ওয়ানাডে ১০০টিরও বেশি বাড়ি তৈরি করবে।