Thu, September 19, 2024

ই-পেপার দেখুন
logo

গ্রেফতার কেরলের মাওবাদী সংগঠনের ইনচার্জ


আবুল খায়ের   প্রকাশিত:  ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:০২ এএম

গ্রেফতার কেরলের মাওবাদী সংগঠনের ইনচার্জ

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ গ্রেফতার কেরলের মাওবাদী নেতা। শুক্রবার আলাপুজা জেলা থেকে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড(এটিএস) গ্রেফতার করে ৩৬টি ফৌজদারি মামলায় অভিযুক্ত সিপি মইদিন নামের এই মাওবাদী নেতাকে।

রাজ্য পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গোপনসূত্রে খবরের ভিত্তিতে কেএসআরটিসি বাসে কোল্লাম থেকে ত্রিশুর যাওয়ার পথে ৪৯ বছর বয়সী মইদিনকে আলাপুজা জেলার মারারিকুলাম থেকে গ্রেফতার করা হয়েছিল। ধৃত মইদিন সিপিআই(মাওবাদী) সংগঠনের কেরলার ইনচার্জ ছিল বলে পুলিশ জানিয়েছে।

ধৃত মইদিন ২০১৪ সাল থেকে পলাতক ছিলেন। মালাপ্পুরম জেলার বাসিন্দা এই মাওবাদী নেতা বিভিন্ন মামলায় অভিযুক্ত।  নকাশালবাড়িতে অভিযানের সময় তার ডান হাত হারায় বলে পুলিশ জানিয়েছে। ধৃত মইদিনের ভাই সিপি জলিলও মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালে ওয়েনাদ জেলার ভিথিরিথে পুলিশের এনকাউন্টারে তার মৃত্যু হয়।  তার অন্য দুই ভাই সিপি রশিদ এবং সিপি ইসমাইলও মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত।