Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

জনৌষধি প্রকল্পে ২৮ হাজার কোটি টাকা সাশ্রয় কেন্দ্রের: লোকসভায় তথ্য দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:২৫ এএম

জনৌষধি প্রকল্পে ২৮ হাজার কোটি টাকা সাশ্রয় কেন্দ্রের: লোকসভায় তথ্য দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

নয়াদিল্লি, ৩ অগাস্ট: প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনার অধীনে দেশের মানুষ উপকৃত হচ্ছেন বলে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। শুক্রবার লোকসভায় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পিএমবিজেপি (PMBJP) প্রকল্পের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ওষুধ এবং মেডিকেল ডিভাইস পাওয়া যায়। এই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত ২৮,০০০ কোটি টাকারও বেশি সাশ্রয় করেছে কেন্দ্র। জে পি নাড্ডা বলেন, সারা দেশে জন-ঔষধি কেন্দ্রগুলির মাধ্যমে ১,৯৬৫টি ওষুধ এবং ২৩৫টি মেডিকেল ডিভাইস বিক্রি হয়। এই কেন্দ্রগুলিতে ৫২ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে ওষুধ পাওয়া যায়।

প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা প্রকল্প ফার্মাসিউটিক্যালস বিভাগ দ্বারা চালু করা। এই প্রকল্পের অধীনে ১২,০০০ টিরও বেশি আউটলেট খোলা হয়েছে। বিশেষত দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন জেনেরিক ওষুধ সরবরাহ করার লক্ষ্যে পিএমবিজেপি প্রকল্প চালু করে মোদি সরকার। শুক্রবার প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জন ঔষধি কেন্দ্রগুলিতে ওষুধের দাম কমানোর কারণে এখনও পর্যন্ত ২৮,০০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। অ্যাফোর্ডেবল মেডিসিনস অ্যান্ড রিলায়েবল ইমপ্লান্ট ফর ট্রিটমেন্ট (AMRIT) প্রকল্পের আওতায় ওষুধ ও মেডিক্যাল ডিভাইস কিনে রোগীদের ২৪,২৭৩ কোটি টাকা সাশ্রয় হতে পারে।

নাড্ডা জানিয়েছেন, "অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের আমাদের দৃষ্টিভঙ্গি হল দেশের প্রতিটি কোণ থেকে মানুষকে তাদের চিকিৎসার পরিষেবা পৌঁছে দেওয়া। এজন্য দিল্লিতে আসতে হবে না। দিল্লিতে যেভাবে এইমস পরিষেবা দেয়, অন্য রাজ্যেও সেই একই পরিষেবা প্রদান করে। প্রধানমন্ত্রী মোদি বিশ্বের সেরা তৃতীয় স্তরের স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু করতে উদ্যোগী। দেশের প্রতিটি অঞ্চলে ১৭টিরও বেশি এইমস খোলার চেষ্টা করছেন।" এইমসের মতো এই প্রতিষ্ঠানগুলিতে ফ্যাকাল্টি সম্পর্কে নাড্ডা বলেন, "ফ্যাকাল্টি বাড়বে এবং এই এইমসগুলিতে আন্তর্জাতিক মানের ফ্যাকাল্টি হয়ে উঠতে ১০-১৫ বছর সময় লাগবে।"