Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

রাজ্যের মাদ্রাসায়-উন্নয়নে ২৮০ কোটি, চলতি মাস থেকেই শুরু কাজ


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪২ এএম

রাজ্যের মাদ্রাসায়-উন্নয়নে ২৮০ কোটি, চলতি মাস থেকেই শুরু কাজ

 

সেখ কুতুবউদ্দিন:  ২৮০ কোটি ব্যয়ে  মাদ্রাসা পরিকাঠামো সহ অন্যান্য উন্নয়নের কাজ শুরু করছে মাদ্রাসা শিক্ষা দফতর। চলতি মাস থেকেই  কাজ  শুরু হবে। পুজোর পর এই কাজ শেষ হবে। বরাদ্দকৃত এই টাকায় তৈরি হবে অত্যাধুনিক ক্লাসরুম, চেয়ার-বেঞ্চ রিপিয়ারিং, ল্যাবরেটরির মানোন্নয়ন, প্রয়োজনীয় বিল্ডিং, কম্পিউটার ল্যাবের উন্নয়ন। রাজ্যে ৭৯টি বিজ্ঞান মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসাগুলির উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি এআই-এর উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও আলোকপাত করছে মাদ্রাসা শিক্ষা দফতর। 

রাজ্যের ৫৮২টি মাদ্রাসার ক্লাস রুম ও শৌচাগার নির্মাণের কাজ সম্পন্ন করল মাদ্রাসা শিক্ষা অধিকরণ। সোমবার মাদ্রাসা শিক্ষা অধিকর্তা আবিদ হোসেন বলেন, রাজ্যের মাদ্রাসাগুলিকে স্মার্ট ক্লাসরুম, কম্পিউটারের ব্যবস্থা-সহ বিভিন্ন 'খাতে' টাকা দেওয়া হয়েছে। সেই কাজও প্রায় সম্পন্ন হবে পুজোর ছুটির পর। আবিদ হোসেন বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য মাদ্রাসাগুলিকে বরাদ্দ করা হয়েছে। প্রতিটি মাদ্রাসার শৌচালয়, ল্যাব, স্মার্ট ক্লাসরুমের উপর জোর দেওয়া হবে। মাদ্রাসা শিক্ষা দফতর সূত্রের 'বর, মোট বরাদ্দ করা হয়েছে ২৮০ কোটি টাকা। এর মধ্যে ৮০ কোটি টাকা আন-এডেড মাদ্রাসা, এমএসকে-এসএসকে শিক্ষক, ইংরেজি মাধ্যম মাদ্রাসায় নিযুক্ত অস্থায়ী শিক্ষকদের জন্য ভাতা প্রদান করা হবে।

করোনা পরিস্থিতির আগে রাজ্যের ৫৮২টি  মাদ্রাসায় দু’টি করে ক্লাস রুম বাড়ানো হয়। প্রতিটি মাoাসাকে ক্লাসরুম গড়ে তোলার জন্য বরাদ্দ দেওয়া হয়। যেসব মাদ্রাসার নিজস্ব জমি রয়েছে, সেই মাoাসাগুলিকে দু’টি করে ঘর বাড়ানোর টাকা দেওয়া হয়। এছাড়া ৫৮২টি মাদ্রাসায় শৌচাগার নির্মাণ এবং পানীয় জলের ব্যবস্থার কাজও করা হয়। 

রাজ্য সরকার অনুমোদিত ৬১৪টি মাদ্রাসার মধ্যে উচ্চমাধ্যমিক রয়েছে ৩৪৪টি মাদ্রাসায়। তার মধ্যে বিজ্ঞান অন্তর্ভুক্ত ৭৯টিতে। উচ্চমাধ্যমিক মাদ্রাসাগুলিতে বিজ্ঞান বিষয়ে পড়াশোনায় আগ্রহ বাড়লেও কিছু মাদ্রাসায় বিজ্ঞান পাঠে আগ্রহ কমছে বলেও অনেকের অভিযোগ। তবে রাজ্যের বিজ্ঞান মাদ্রাসায় ল্যাব তৈরি এবং সংস্কারের জন্য বিশেষ জোর দিয়েছে রাজ্যের সংখ্যালঘু   দফতর। কীভাবে ল্যাবগুলিকে নয়া রূপ দেওয়া যায়, সেদিকে নজর রাখছে ডিএমই। দফতর জানিয়েছে, উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিষয় চালু রয়েছে, এমন সিংহভাগ মাদ্রাসায় নয়া ল্যাব গড়ে তোলা হয়েছে। 

এ দিকে মাদ্রাসাগুলির উন্নয়নের বরাদ্দ রাজ্য সরকার করলেও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনও অর্থ মেলেনি বলেও জানিয়েছে মাদ্রাসা শিক্ষা দফতরের অন্য আধিকারিকরা।  

উচ্চমাধ্যমিকের বিজ্ঞান মাদ্রাসাগুলিকে আরও উন্নত করার লক্ষ্যে ৭৯টি বিজ্ঞান মাদ্রাসার প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করে মাদ্রাসা শিক্ষা দফতর। ওই বৈঠকে মাদ্রাসার বিজ্ঞান বিভাগের বিষয় ও সেমিস্টার পদ্ধতি নিয়েও আলোচনা হয়।