Mon, September 30, 2024

ই-পেপার দেখুন
logo

জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার-সহ ৩ সদস্যের প্রতিনিধি দল


আবুল খায়ের   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৯ পিএম

জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার-সহ ৩ সদস্যের প্রতিনিধি দল

পুবের কলম, ওয়েব ডেস্কঃ জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে বড় পদক্ষেপ ভারতের নির্বাচন কমিশনের। আগামী ৮ আগষ্ট নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছে৷ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে এই প্রতিনিধি দল ১০ আগষ্ট পর্যন্ত দুই কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন পরিস্থিতি পর্যালোচনা করবেন। শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা ৩০ সেপ্টেম্বরের আগে কমিশনের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে এই প্রতিনিধি দলে থাকছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও এসএস সান্ধু।

চলতি বছরের মার্চ মাসে এককভাবে রাজীব কুমার জম্মু-কাশ্মীর পরিদর্শনের সময় রাজনৈতিক দল এবং ভোটারদের আশ্বস্ত করেছিলেন যে পোল প্যানেল খুব শীঘ্রই জম্মু ও কাশ্মীরে নির্বাচন করবে। যদিও সেই সময় নির্বাচন কমিশনারের দুটি পদ শূন্য ছিল। ১৬ মার্চ লোকসভা নির্বাচন ঘোষণার কয়েক দিন আগে সেগুলি পূরণ করা হয়েছিল। জম্মু ও কাশ্মীরের লোকসভা নির্বাচনে ভোটারদের রেকর্ড অংশগ্রহণের পর রাজীব কুমার আশা প্রকাশ করে বলেছিলেন, নাগরিকদের এই বিপুল সক্রিয় অংশগ্রহণ কেন্দ্রশাসিত অঞ্চলের গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রাখতে বিধানসভা নির্বাচনের জন্য ইতিবাচক ইঙ্গিত।

আগষ্টের এই সফরে শ্রীনগরে কমিশন প্রথমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে পারে। পাশাপাশি নির্বাচনী আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একটি যৌথ পর্যালোচনা সভা হতে পারে। কমিশন সমস্ত জেলার নির্বাচনী কর্মকর্তা ও পুলিশ সুপারদের পাশাপাশি মুখ্যসচিব ও  ডিরেক্টর জেনারেল অফ পুলিশের সঙ্গে নির্বাচন প্রস্তুতি পর্যালোচনা করবে বলে মনে করা হচ্ছে। ১০ আগষ্ট এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে পর্যালোচনা বৈঠক করতে পারে জম্মুতে। সেখানেই সাংবাদিক সম্মেলন করার সম্ভাবনাও আছে।

২০১৯ সালে জম্মু কাশ্মীরের বিশেষ রাজ্যের  স্বীকৃতি ৩৭০ ধারা বাতিলের পর, দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে প্রথম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বিগত প্রায় এক মাস ধরে নির্বাচন পূর্ববর্তী প্রস্তুতি চলছে। পাক-অধিকৃত কাশ্মীরে বরাদ্দকৃত আসনগুলি বাদ দিয়ে বিধানসভা আসনের সংখ্যা ৮৩ থেকে বেড়ে ৯০ হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্ট জম্মু ও কাশ্মীরে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিধানসভা নির্বাচন করার জন্য নির্বাচনী প্যানেলকে নির্দেশ দেয়।