Sat, June 29, 2024

ই-পেপার দেখুন
logo

দুর্ঘটনায় প্রাণ হারালেন ওড়িশার নয়া মুখ্যমন্ত্রীর পিএ


News Desk   প্রকাশিত:  ২৯ জুন, ২০২৪, ১১:০১ এএম

দুর্ঘটনায় প্রাণ হারালেন ওড়িশার নয়া মুখ্যমন্ত্রীর পিএ


ভুবনেশ্বর, ১২ জুনঃ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ওড়িশায় বিজেপির নয়া আদিবাসী মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির পার্সোনাল সেক্রেটারি। মৃতের নাম চন্দন মহাপাত্র। বয়স হয়েছিল ৩১ বছর। বুধবার ঘটনার খবর পাওয়া মাত্রই মোহন চরণ মাঝি তড়িঘড়ি ক্যাপিটাল হাসপাতালে যান। সেখানে গিয়ে মৃতের পরিবারকে সান্ত্বনা দেন তিনি। চন্দন মহাপাত্রের গাড়ি এদিন সকাল ১১টা নাগাদ নয়াপল্লীর পুলিশ সীমানার কাছে নীলকন্ঠ মন্দিরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ জানিয়েছে, চন্দন মহাপাত্র মোটরসাইকেলে ছিলেন, সেই সময় একটি দ্রুতগামী গাড়ি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে, এতে তিনি গুরুতর আহত হন।তাকে দ্রুত ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মহাপাত্রকে মৃত ঘোষণা করেন।
এদিকে এদিনই বিজেডি জমানার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মোহন চরণ মাঝি। তিনি হলেন রাজ্যের বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ নেন মাঝি। অনুষ্ঠানে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কনক বর্ধন সিং দেও। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এদিন রাজ্যের সমস্ত সরকারি দফতর বন্ধ রাখা হয়েছিল। ভুবনেশ্বরের জনতা ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে ছিল কড়া নিরাপত্তা।