Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

কোটা বিরোধী আন্দোলনে ৩২ শিশুর মৃত্যু, 'ভয়ানক ক্ষতি' মত ইউনিসেফের


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৪ পিএম

কোটা বিরোধী আন্দোলনে ৩২ শিশুর মৃত্যু, 'ভয়ানক ক্ষতি' মত ইউনিসেফের

পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের হিংসায় অন্তত ৩২ শিশুর মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়েছে ইউনিসেফ। আন্তর্জাতিক সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, "জুলাই মাসে হিংসায় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে। এছাড়া অনেক শিশু আহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। এটা ভয়ানক ক্ষতি।" ইউনিসেফের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা বলেন, "সব ধরনের হিংসা ও সহিংসতার নিন্দা জানায় ইউনিসেফ। আমি পুত্র ও কন্যা হারানো শোকাহত পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। সব সময় শিশুদের সুরক্ষিত রাখতে হবে। এটা সবার দায়িত্ব।"

শিশুদের ওপর সাম্প্রতিক সহিংসতা এবং চলমান অস্থিরতার প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। উইজেসেকেরার কথায়, ‘আন্তর্জাতিক মানবাধিকার আইন, বাংলাদেশের স্বাক্ষর করা রাষ্ট্রসংঘের শিশু অধিকার সনদ এবং আটক করা হলে শিশুদের ওপর যে প্রভাব পড়ে, তা নিয়ে গবেষণার ভিত্তিতে ইউনিসেফ শিশুদের যেকোনো ধরনের আটক বন্ধের আহ্বান জানায়। এর অর্থ হলো কোনো স্থানে শিশুদের উপস্থিতি বা তাদের পূর্বের ইতিহাস, ধর্ম এবং তাদের পরিবারের কর্মকাণ্ড বা মতাদর্শের জন্য শিশুদের গ্রেফতার বা আটক করা যাবে না।’