Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

গ্রেফতারি এড়াতে দুবাই পালিয়ে গেছে পূজা খেদকার?


আবুল খায়ের   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:১৫ এএম

গ্রেফতারি এড়াতে দুবাই পালিয়ে গেছে পূজা খেদকার?

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ বিতর্কিত প্রাক্তন ট্রেনি আইএএস পূজা খেদকর নিখোঁজ বলে জানা গেছে ইংরেজি সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, গ্রেফতার এড়াতে বিতর্কিত এই ট্রেনি আইএএস দুবাই পালিয়ে গেছেন ১ অগষ্ট বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউসে মহারষ্ট্র ক্যাডারের ২০২৩ ব্যাচের ট্রেনি আইএএস আগাম জামিনের আবেদন জানান আদালত তার সেই আবেদন প্রত্যাখান করেন তবে শুক্রবার পূজা খেদকারের মা মনোরমা খেদকরের জামিন মঞ্জুর করেছে আদালত চলতি বছরের শুরুতে হুমকি দিয়ে ভয় দেখানোর  একটি ভিডিও ভাইরাল হয় ভাইরাল সেই ভিডিওতে বন্দুক হাতে দেখা যায় মনোরমাকে তারপরেই তাকে ফৌজদারি মামলায় গ্রেফতার করে পুণে গ্রামীণ পুলিশ     

 উল্লেখ্য, জালিয়াতির অভিযোগে গত ৩১ জুলাই পূজা খেদকরের প্রার্থীপদ বাতিল করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি আয়োজিত চাকরির পরীক্ষায় তাকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে নিয়ামক এই সংস্থা সংরক্ষিত ক্যাটেগরির সুবিধা নিতে জাতিগত শংসাপত্র জাল করে একাধিকবার সিভিল সার্ভিস পরীক্ষায় বসেছেন তিনি সেই কেসে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁর নিয়োগ বাতিল করা হয়েছে পূজা সিএসই ২০২২-এর নিয়ম ভেঙেছেন

তদন্তে জানা গেছে, ২০২০ সালে খেদকার পূজা দিলীপরাও নামে এই ব্যক্তি পরীক্ষায় বসেন তখন তিনি তাঁর বয়স জানিয়েছিলেন ৩০ বছর সেই ব্যক্তিই ২০২৩ সালে পূজা মনোরমা দিলীপ খেদকার নামে পরীক্ষা দেন তার উল্লিখিত বয়স ৩১ স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে তিন বছরে পূজার বয়স কী করে ১ বছর বাড়ল আসলে ইউপিএসসিতে জেনারেল ক্যাটাগরির প্রার্থী ৩২ বছর বয়সের মধ্যে ৬ বার পরীক্ষা দিতে পারেনআবার ওবিসি প্রার্থীরা ৩৫ বছরের মধ্যে ৯ বার পরীক্ষায় বসতে পারেন

এ দিকে পূজা খেদকারের ঘটনার পর ছয়জন আধিকারিকের প্রতিবন্ধী সার্টিফিকেটের সত্যতা তদন্ত করে দেখছে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং( ডিওপিটি) দফতর