Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

গৃহহীন ওয়েনাড়বাসীর পাশে রাহুল, প্রতিশ্রুতি ১০০ বাড়ি তৈরির


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৬ এএম

গৃহহীন ওয়েনাড়বাসীর পাশে রাহুল, প্রতিশ্রুতি ১০০ বাড়ি তৈরির

 

পুবের কলম, ওয়েবডেস্ক: এখনও বিপর্যস্ত ওয়েনাড়। চলছে উদ্ধারের কাজ। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত। কেরল সরকারকে দুষছে কেন্দ্র। অনেকে বলছেন, ডবল ইঞ্জিন হলে মুখ বুঝে থাকতেন অমিত শাহ। তখন আর এইভাবে কেরল সরকারকে দোষারোপ করতেন না ।  যায় হোক ছেড়ে আসা কেন্দ্রকে ভুলে যাননি রাহুল গান্ধি। তিনি পৌঁছেছেন ওয়েনাড়ে। দাঁড়িয়েছেন বিপর্যস্ত মানুষের পাশে।

বিপর্যস্ত এলাকাগুলি পরিদর্শন করে শুক্রবার কংগ্রেসের পক্ষ থেকে রাহুল ১০০ টি বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বৃহস্পতিবারই ভূমিধস কবলিত ওয়েনাড় পরিদর্শন করেন রাহুল। লোকসভা ভোটে রায়বেরেলীর সঙ্গে ওয়েনাড় থেকেও জয়ী হন রাহুল। এবার রাহুলের  সঙ্গে ছিলেন বোন ও ওয়ানাড় কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধিও।  দ্বিতীয় দিন ওয়েনাড়ের অবস্থা ঘুরে দেখেন দু’জনেই।

এলাকা পরিদর্শনের পর শুক্রবার রাহুল বলেন, ‘আমি গতকাল থেকে এখানে আছি। গতকাল ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ত্রাণ শিবিরগুলিতে গিয়ে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। আজ স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের সঙ্গেও বৈঠক হয়েছে আমাদের। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিশদ তথ্য আমাদের দিয়েছেন।’

ভূমিধস পর্যবেক্ষণের পর রাহুল বলেন, ‘এখানে যা ঘটেছে তা ভয়াবহ বললেও কম বলা হয়। এই ধরনের বিপর্যয় কেরল কখনও দেখেনি। আমি বিষয়টি নিয়ে দিল্লির পাশাপাশি এখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গেও আলোচনা করব। এটি অন্য ধরনের প্রাকৃতিক বিপর্যয়। এই ধরনের পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে অন্যরকম রণকৌশল তৈরি হওয়া প্রয়োজন।’

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ৩০৮ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে এই সংখ্যাও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ এখনও বহু মানুষের খোঁজ মেলেনি।