Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

হানিয়ার উত্তরসূরি হিসাবে কাদের নাম উঠে আসছে?


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০১ পিএম

হানিয়ার উত্তরসূরি হিসাবে  কাদের নাম উঠে আসছে?

গাজা, ২ আগস্ট: ইসরাইলি গুপ্তহত্যার হাত থেকে বেঁচে যাওয়া খালেদ মেশাল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার হাল ধরতে পারেন। যায়নবাদী হামলায় নিহত ইসমাইল হানিয়ার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাঁকেই বিবেচনা করা হচ্ছে বলে খবর। ১৯৯৭ সালে ইসরাইলি এজেন্টরা জর্ডানের আম্মানে মেশালকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করেছিল। ইসরাইল ও পশ্চিমা দেশগুলোর কাছে হামাস একটি সন্ত্রাসী গোষ্ঠী।

কিন্তু ফিলিস্তিনি সমর্থকদের কাছে মেশাল এক স্বাধীনতা সংগ্রামী। হামাসের গোপন সূত্রমতে, মেশালকেই ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত করার বিষয়ে আলোচনা চলছে। ১৯৯০ দশকের শেষের দিক থেকেই হামাসের শীর্ষ নেতৃত্বের মধ্যে একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন মেশাল। তবে পরবর্তীতে মেশাল গোপনে থেকে হামাসের দায়িত্ব পালন করেছেন।

কারণ গাজায় হামাসের গুরুত্বপূর্ণ নেতাদের টার্গেট করে চলেছে ইসরাইল। জানা যায়, খালেদ মেশাল হামাস আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠার পর থেকেই এর রাজনৈতিক ব্যুরোর সদস্য। ১৯৯৬ এবং ২০১৭ সালের মধ্যে তিনি রাজনৈতিক ব্যুরোর সভাপতিত্ব গ্রহণ করেন এবং ২০০৪ সালে শেখ আহমেদ ইয়াসিনের মৃত্যুর পর হামাস নেতা নিযুক্ত হন। খালেদ মেশালের পরই হানিয়ার উত্তরসূরি হিসাবে নাম উঠে আসছে হামাসের অন্যতম শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার। তিনি মাজদ নামে পরিচিত হামাসের নিরাপত্তা পরিষেবার প্রতিষ্ঠাতা।

এখনও পর্যন্ত তিনবার গ্রেফতার হয়েছেন সিনওয়ার। ১৯৮৮ সালে তৃতীয়বার গ্রেফতারের পর হামাসের এই নেতাকে চারটি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে হামাস-ইসরাইল বন্দি বিনিময়ের মাধ্যমে তিনি মুক্তি পান এবং গাজায় ফেরেন। এছাড়া হমাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের নেতৃত্ব থাকা মোহাম্মদ দেইফের নামও উঠে এসেছে হানিয়ার উত্তরসূরি হিসাবে।

দেইফ ফিলিস্তিনিদের কাছে ‘দ্য মাস্টারমাইন্ড’ এবং ইসরাইলিদের কাছে ‘দ্য ক্যাট উইথ নাইন লাইভস’ নামে পরিচিত। মূলত মোহাম্মদ দেইফ হচ্ছেন হামাসের সামরিক শাখার কমান্ডার। সম্প্রতি এক বিমান হামলায় দেইফকে হত্যার দাবি করেছে ইসরাইল। গাজার খান ইউনুসে হামলাটি চালানো হয়েছিল। তবে বিষয়টি এখনও নিশ্চিত করেনি হামাস।