Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

কুসংস্কার! সাপের কামড়ে ওঝার কাছে গিয়ে প্রাণ গেল গৃহবধূর


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৪৯ এএম

কুসংস্কার! সাপের কামড়ে ওঝার কাছে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: ওঝার কাছে গিয়ে কুসংস্কারে প্রাণ গেল এক গৃহবধূর। মৃতার নাম সইদা শেখ (৬৪)। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কুলতলি থানার অন্তর্গত মেরিগঞ্জে। এদিন দুপুরে পুকুরে স্নান করতে গেলে সাপে কামড়ায় সইদাকে। স্নান সেরে পরিবারের সদস্যদের বিষয়টা জানায় সে। কিন্তু পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে না এনে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে প্রায় ঘণ্টা দুয়েক ঝাড়ফুঁক করেও কোন লাভ হয়নি। গাছ, গাছালি বেটে রস খাইয়েও সইদার শারীরিক উন্নতি তো হয়নি বরং অবস্থা খারাপ হতে থাকে তাঁর। এরপর পরিস্থিতি বেগতিক বুঝে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে বলেন ওই ওঝা। কিন্তু পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে হাসপাতালে আসার পথেই মৃত্যু হয় সইদার।

ক্যানিং মহকুমা হাসপাতালে সন্ধ্যায় নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আর সচেতনতার অভাবে কুসংস্কারে প্রাণ গেল ওই মহিলার। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।