Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

হানিয়া হত্যাকাণ্ডে শোকবার্তা সরিয়ে নিল ফেসবুক, মেটাকে ‘কাপুরুষ’ আখ্যা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৫ এএম

হানিয়া হত্যাকাণ্ডে শোকবার্তা সরিয়ে নিল ফেসবুক, মেটাকে ‘কাপুরুষ’ আখ্যা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

কুয়ালালামপুর, ২ অগাস্ট: হামাসের প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে প্রধানমন্ত্রীর শোক বার্তার সেই পোস্ট সরিয়ে ফেলেছে ফেসবুক কর্তৃপক্ষ। আর এতেই ক্ষুব্ধ হয়ে মেটা কর্তৃপক্ষকে ‘কাপুরুষ’ বলে আখ্যা দিলেন আনোয়ার ইব্রাহিম।

আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মালয়েশিয়া রাষ্ট্রীয়ভাবে সব সময়ই ফিলিস্তিনের পক্ষে থেকেছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়ে আসছেন। ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে হামাস নেতাদের সঙ্গে ফোনে কথাও বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেই ফোনকলের একটি ভিডিয়ো রেকর্ড তিনি ফেসবুকে শেয়ার করেছিলেন। কিন্তু মেটা সেই পোস্ট সরিয়ে ফেলে।

একই ধরনের পোস্ট মেটার আরেক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও শেয়ার করেছিলেন আনোয়ার ইব্রাহিম। সেটিও সরিয়ে ফেলা হয়েছে। মেটার এই হস্তক্ষেপকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, "মেটাকে আমি পরিষ্কার ও দ্ব্যর্থহীনভাবে এই বার্তাটি দিতে চাই যে, কাপুরুষতার এই প্রদর্শন এবং নিপীড়ক ইহুদিবাদী ইসরাইলি শাসনের হাতিয়ার হিসেবে কাজ করা বন্ধ করুন।