Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

গাজায় ইসরাইলি হামলার ৩০০ দিন পার, প্রত্যহ চলছে গণহত্যা


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৮ এএম

গাজায় ইসরাইলি হামলার ৩০০  দিন পার, প্রত্যহ চলছে গণহত্যা

গাজা, ২ আগস্ট: ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও গণহত্যার ৩০০দিন অতিক্রান্ত হল। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহুর ‘খুনি’ সেনা। হিসেব মতো, প্রতিদিন গড়ে ১৩৩ জনেরও বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। গাজায় নিহতদের মধ্যে ১৫ হাজারেরও বেশি শিশু রয়েছে। গাজায় চলমান বর্বর গণহত্যার ফের একবার সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

এক ফোনালাপে বাইডেনকে এরদোগান বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতি ও শান্তি চান না। হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ উগরে দেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোগান বলেন, ‘এই হত্যাকাণ্ড যুদ্ধবিরতি প্রচেষ্টায় একটি বড় আঘাত হেনেছে। তেল আবিব সমগ্র অঞ্চলে গাজার যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে চায়।’ এদিকে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসকেও ফোন করেছেন এরদোগান।

পোপকে এরদোগান বলেন, ‘হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা ও লেবাননে হামলার মাধ্যমে ইসরাইল মধ্যপ্রাচ্য এবং সমগ্র মানবতার জন্য হুমকি হয়ে উঠেছে। ফিলিস্তিনের মুসলিম ও খ্রিস্টানদের শান্তিতে বসবাসের সুযোগ করে দেওয়ার জন্য মানবতার জোট হিসাবে অবিলম্বে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এরদোগান।

৩১ জুলাই, বুধবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরাইলি হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর থেকেই ক্ষোভ প্রকাশ করে চলেছে তুরস্ক। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এরদেগোনসহ অন্যান্য তুর্কি নেতারা।

হানিয়ার ওপর হামলাকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেছে আঙ্কারা। এরদোগান জোর দিয়ে বলেছেন, এই হত্যাকাণ্ড ফিলিস্তিনিদের চেতনাকে নষ্ট করতে পারবে না। তিনি আরও বলেছেন, ‘গাজায় ইসরাইলি হামলা একটি গণহত্যায় পরিণত হয়েছে। কিছু রাষ্ট্রের দেওয়া কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ছত্রছায়ায় ইসরাইল তার গণহত্যা চালিয়ে যাচ্ছে।’