Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

বিজেপি সবচেয়ে কলঙ্কজনক সরকার ছিল: দুর্নীতি ইস্যুতে পদ্ম শিবিরকে বিঁধলেন শিবকুমার


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:০৯ এএম

বিজেপি সবচেয়ে কলঙ্কজনক সরকার ছিল: দুর্নীতি ইস্যুতে পদ্ম শিবিরকে বিঁধলেন শিবকুমার

বেঙ্গালুরু, ২ অগাস্ট: কর্নাটকের মাইসুরু আরবান ডেভেলপমেন্ট অথরিটিতে (MUDA) কেলেঙ্কারির অভিযোগে পদযাত্রা করেছে বিজেপি। সেই ঘটনায় গেরুয়া শিবিরের তীব্র সমালোচনা করলেন কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তিনি কটাক্ষ করে বলেছেন, "একটি নন-ইস্যুকে ইস্যু তৈরি চেষ্টা হচ্ছে।"

প্রশ্ন তুলে শিবকুমার জানতে চেয়েছেন, "তাদের (বিজেপি) মেয়াদে রাজ্যের জন্য কি করেছে। বিজেপি সবচেয়ে কলঙ্কজনক সরকার ছিল। ওরা বিনা কারণে পদযাত্রা করছে, "কোনো ইস্যু না থাকায় ইস্যু বানানোর চেষ্টা করছে।"

এদিকে কেলেঙ্কারির অভিযোগে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে শোকজ নোটিশ পাঠিয়েছে রাজ্যের রাজ্যপাল। কর্নাটক মন্ত্রিসভা শোকজ প্রত্যাহারের পরামর্শ দিয়েছে। গত ২৭ জুলাই কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে শোকজ নোটিস জারি করেন কর্নাটকের রাজ্যপাল। কারণ দর্শানোর নোটিসের জবাবে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, অভিযোগ প্রত্যাহার ও খারিজ করার জন্য ইতিমধ্যেই মন্ত্রিসভা থেকে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।