Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

বিধানসভায় ১০ টাকায় সবজি বিক্রি করে রাজনৈতিক মাইলেজ পেতে চাইছে বিজেপি, কটাক্ষ কুণাল ঘোষের


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৪৬ পিএম

বিধানসভায় ১০ টাকায় সবজি বিক্রি করে রাজনৈতিক মাইলেজ পেতে চাইছে বিজেপি, কটাক্ষ কুণাল ঘোষের

পুবের কলম,ওয়েবডেস্ক: হু হু করে বৃদ্ধি পাচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। তারই প্রতিবাদে অভিনব বিক্ষোভ পদ্ম-শিবিরের। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ওয়াকআউটের পাশাপাশি বিধানসভার গেটে  প্রতীকী সবজি বিক্রি করে পদ্ম-শিবির। শুধু তাই নয়, ১০ টাকা দরে আলু বিক্রি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  

 


মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব পেশ করে বিজেপি। তা নিয়ে আলোচনা চলছিল বিধানসভায়। সেই সময় অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে গেরুয়া শিবির। গলায় সবজির প্ল্যাকার্ড লাগিয়ে ১০ টাকা কেজি দরে আলু বিক্রি করেন শুভেন্দু অধিকারী। প্রতীকী সবজি বিক্রির সময় শুভেন্দু বলেন, “২০ এক্কে পাউচ, ২০ দু’গুণে আলু, তিন ২০ টমেটো, পাঁচ ২০ ক্যাপসিকম, সাত ২০ রসুন, আট ২০ আদা, নয় ২০ মটরশুটি, ২০ দশে মুরগি।”

যদিও বিরোধী দলনেতাদের এহেন  কর্মকাণ্ডে পাত্তা দিতে নারাজ শাসক দল তৃণমূল। এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "দাম বাড়ার খবর জানামাত্রই মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছিলেন। বর্তমানে বাজারে সবজির মূল্য অনেকটাই নিয়ন্ত্রণে। এই সব বিক্ষোভ রাজনৈতিক মাইলেজ পাওয়া ছাড়া কিছু নয়।