Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

দুঃসংবাদ! এবার ১৫ হাজার কর্মী ছাঁটাই'য়ের পথে 'ইনটেল'


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৪ পিএম

দুঃসংবাদ! এবার ১৫ হাজার কর্মী ছাঁটাই'য়ের পথে 'ইনটেল'

পুবের কলম,ওয়েবডেস্ক: ফের কর্মী ছাঁটাই। এক-দুই নয় একসঙ্গে ১৫ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে ইনটেল।  বৃহস্পতিবারই এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন চিপ প্রস্তুতকারক সংস্থা ইন্টেল । জানা গেছে,  কর্মী সংখ্যার  ১৫ শতাংশ ছাঁটাই করা হবে।  

জানা গিয়েছে, শেষ অর্থবর্ষে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইনটেল। খরচ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন চিপ প্রস্তুতকারক সংস্থাটি।  ইনটেল জানিয়েছে,  এই বছরে তাদের ২০ বিলিয়ন অর্থাৎ ২০০ কোটি ডলার খরচ কমানোর পরিকল্পনা রয়েছে। সেই কারণেই ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ইসরাইলে যে কারখান তৈরির কথা আগেই জানানো হয়েছিল, তাও বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে সংস্থা। সংবাদ সংস্থা সূত্রের খবর, গত ৩ মাসে কোম্পানির ১.৬ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

ঘটনাপ্রসঙ্গে  সংস্থার চিফ এক্সিকিউটিভ প্যাট গেলসিনগার জানিয়েছেন, নয়া প্রযুক্তিতেও বিশেষ সাফল্য মেলেনি। এমনকী কৃত্রিম বুদ্ধিমত্তার  পিসি প্রোডাক্টেও তেমন সাফল্য মেলেনি। ফলে ক্ষতির পরিমাণ কমা তো দূর কি বাত বেড়ে চলেছে।  তাই কর্মী সঙ্কোচনের মতো বড় পদক্ষেপ গ্রহণ করতে হবে।