Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

Breaking: ১০০ কোটি টাকায় মহামেডানের বিনিয়োগকারী শ্রাচী গ্রুপ, হল মৌ চুক্তি স্বাক্ষর


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫৪ পিএম

Breaking: ১০০ কোটি টাকায় মহামেডানের বিনিয়োগকারী শ্রাচী গ্রুপ, হল মৌ চুক্তি স্বাক্ষর

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী শ্রাচী গ্রুপ এবার মহামেডান স্পোটিং ক্লাবের নতুন বিনিয়োগকারী হিসেবে যুক্ত হল। বৃহস্পতিবার রাতে এই গ্রুপের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষরিত হলো রেড রোডের ধারের ক্লাবটির। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এ বছর আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তাই তাদের মূল ইনভেস্টার বাঙ্কারহিল এর সঙ্গে আলোচনা করে আরও একটি ইনভেস্টার আনার তোরজোর শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। তারা যোগাযোগ করে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে। সৌরভের সূত্র ধরেই শ্রাচী গ্রুপ সাদাকালো ক্লাবে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে। যদিও বেশ কিছুদিন ধরেই ক্লাবের শেয়ার সংক্রান্ত বিষয়গুলি নিয়ে মহামেডান ও বাঙ্কারহিল কর্তারা আলোচনা করছিলেন। শ্রাচীর সঙ্গে চুক্তির ব্যাপারটা কিছুটা গোপনই রেখেছিলেন তারা। এদিকে মোহামেডান সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাদের প্রিয় দল আইএসএল খেলবে, ভালো দল গড়বে, ভালো প্লেয়ার নিয়োগ করবে, কিন্তু ইনভেস্টার কারা হবে? অবশেষে সমর্থকদের প্রশ্নের জবাব দিলেন সাদা কালো কর্তারা। ৩০.৫ শতাংশ শেয়ারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করল শ্রাচী গ্রুপ। বাকি ৩০.৫ শতাংশ শেয়ার রইল বাঙ্কারহিলের। আর বাকি শেয়ার মহামেডান স্পোর্টিং ক্লাবের। অর্থাৎ ইস্টবেঙ্গল বা মোহনবাগান যে পথে গিয়ে আই এস এল এর জন্য ইনভেস্টার নিয়োগ করেছিল সেই পথ থেকে কিছুটা আলাদা পথে আই এস এল এর জন্য ইনভেস্টার নিয়োগ করলো মহামেডান স্পোর্টিং ক্লাব। যাতে ভবিষ্যতে শেয়ার সংক্রান্ত বিষয় নিয়ে কোন সমস্যা না হয় সেই পন্থাই অবলম্বন করলেন সাদাকালো কর্তারা। বৃহস্পতিবার ক্লাবেই বাংকারহিল ও মহামেডানের সঙ্গে এই মৌ চুক্তি স্বাক্ষর করেন শ্রাচী গ্রুপের অন্যতম কর্তা রবি রঞ্জন। এই গ্রুপের কর্ণধার রাহুল টোডি মহামেডান ক্লাবকে দুই বছর ওই ৩৫ কোটি টাকা করে আরো অতিরিক্ত হিসেবে মোট ১০০ কোটি টাকা বিনিয়োগ করবেন বলে কথা দিয়েছেন। ক্লাব সভাপতি আমির উদ্দিন ববি শ্রাচী গ্রুপের সঙ্গে চুক্তি হওয়ায় তাদের ধন্যবাদ জানিয়েছেন। আর তিনি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে যার মধ্যস্থতায় এত বড় একটি গ্রুপ মহামেডান স্পোর্টিং কে বিনিয়োগ করতে রাজি হয়েছে।