Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

প্রতিশোধমূলক আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসরাইল: ত্রিমুখী হামলার আশঙ্কা নেতানিয়াহু


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪২ এএম

প্রতিশোধমূলক আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসরাইল: ত্রিমুখী হামলার আশঙ্কা নেতানিয়াহু

তেল আবিব, ১ অগাস্ট:

হামাস প্রধান ইসমাইল হানিয়া ও বৈরুতে হিজবুল্লাহর এক শীর্ষ নেতা নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নিতে পারে তারা। হামলার আশঙ্কায় উদ্বিগ্ন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে তিনি হুঁশিয়ারি দিয়ে জানালেন, যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে তার দেশ।

তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যার কয়েক ঘণ্টা পর বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রী বলেন, "লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামাস, হুতি ও হিজবুল্লাহ'র বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। এ অবস্থায় কেউ প্রতিশোধমূলক হামলা চালালে ইসরাইলও সেটির উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।"
উদ্বেগ প্রকাশ করে নেতানিয়াহু বলেছেন, ইসরাইল এখন তিনটি ফ্রন্টে লড়াই চালিয়ে যাচ্ছে। ইসরাইলি প্রধানমন্ত্রীর বক্তব্য, "ইসরাইলে নাগরিকদের আমি বলতে চাই, আগামী দিনগুলো খুবই চ্যালেঞ্জিং। এজন্য প্রস্তুত থাকতে হবে। বৈরুতে হামলার পর বিভিন্ন জায়গা থেকে হুমকির খবর আসছে। আমরা যেকোনো হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব। যেকোনো আগ্রাসনের জন্য ইসরাইলকে অনেক বড় মূল্য দিতে হবে। যুদ্ধের শুরু থেকেই আমি পরিষ্কাররভাবে বলে আসছি, আমাদের এ লড়াই ইরানের প্রক্সি বাহিনীর বিরুদ্ধে। এ লড়াই সন্ত্রাসীদের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে।"