Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

নন্দন আর্ট গ‍্যালারীর প্রদর্শন ও বিনোদ বিহারী আর্কাইভ সেন্টারের উদ্বোধন


Kibria Ansary   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৮ পিএম

নন্দন আর্ট গ‍্যালারীর প্রদর্শন ও বিনোদ বিহারী আর্কাইভ সেন্টারের উদ্বোধন

শান্তিনিকেতন: বৃহস্পতিবার নন্দন আর্ট গ‍্যালারীর প্রদর্শনীর উদ্বোধন হলো কলাভবনে। পাশাপাশি, কেজি সুব্রমনিয়মের শিক্ষক  বিনোদ বিহারী নামাঙ্কিত আর্কাইভ সেন্টারের উদ্বোধন হলো শান্তিনিকেতনে। কেজি সুব্রমনিয়ম শান্তিনিকেতনে তাঁর নিজের বাড়ি দান করে যান। সেখানেই তাঁর ইচ্ছে অনুযায়ী  গড়ে ওঠে বিনোদ বিহারী  আর্কাইভ সেন্টার। দুটোরই  উদ্বোধন করেন মিনিয়েচার আর্টের প্রথিতযশা শিল্পী ড. অশোক দাস। মাস ব‍্যাপী চলবে কলাভবনের এই প্রদর্শনী।

কেজি সুব্রমণিয়ম যিনি সকলের প্রিয় মানিদা হিসেবে পরিচিত ছিলেন। তিনি বিশ্বভারতীর শুধুমাত্র ছাত্র ছিলেন না। বিনোদ বিহারী, রামকিঙ্কর বেইজের মতো উত্তর স্বাধীনতার  প্রথিতযশা শিল্পীর যে শৈল্পিক ঘরাণা সেটা তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন। দুটি বড়ো প্রতিষ্ঠানে তিরিশ বছর কাজ করেছেন। শেষ দশ বছর তার কাজ প্রথম শ্রেণির শিল্পী হিসেবে সৃজনশীল। মোট একশো চারটি চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। গুণমুগ্ধরা জানান, মানিদার কথা মানিদার তুলি বলে। শান্তিনিকেতনের সঙ্গে মানিদার গভীর সম্পর্ক। বিস্ময় জাগে তাঁর সৃজনশীলতা দেখে।
প্রদর্শনীর আহ্বায়ক কলাভবনের অধ‍্যাপক শিশির সাহানা বলেন,  ভারতীয় ঘরানার সেই অজন্তা ইলোরা থেকে সমসাময়িক শিল্পে রঙ ও তুলির টান এই প্রদর্শনীতে দেখতে পাবেন সবাই। মানিদার মেয়ে উমাদির সংগ্রহ থেকে এবং প্রদর্শনীর কিউরেটার হিসেবে  শিবদা এবং এস ফাউন্ডেশনের কর্ণধার নবীন কিশোরের সহযোগিতায় একমাস ধরে এই প্রদর্শনী চলবে। এখনকার ছাত্রছাত্রীরা ছাড়াও বাইরের অনেকে উপকৃত হবেন।