Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

হামাস প্রধানের হত্যার প্রতিবাদ, বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:২০ এএম

হামাস প্রধানের হত্যার প্রতিবাদ, বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ

পুবের কলম, ওয়েবডেস্ক: হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ দেখা গেল। পাশাপাশি হামাসের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশ। তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করেন কয়েক’শ ফিলিস্তিনি সমর্থক। বিক্ষোভ হয়েছে তিউনিসিয়া, পাকিস্তানসহ আরও বেশ কয়েকটি দেশে।

ফিলিস্তিন ঘিরে এতদিন ইসরাইল আর হামাসের মধ্যে যুদ্ধ চললেও, ইসমাইল হানিয়া নিহতের পর যুদ্ধের বারুদ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ক্ষোভে ফুসছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষও। হামাস নেতা হানিয়াকে হত্যার প্রতিবাদে বুধবার তুরস্কের ইস্তাম্বুলের রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদের পাশাপাশি হামাসের প্রতি সংহতি জানান তারা। বিক্ষোভকারীরা বলেন, ইসরাইল মধ্যপ্রাচ্যে শান্তি চায় না বলেই কাপুরুষোচিত হামলা চালিয়েছে।
হানিয়াকে হত্যার খবর ছড়িয়ে পড়তেই প্রতিবাদে রাস্তায় নামেন তিউনিসিয়ার শত শত মানুষ। এসময় ইসরাইলবিরোধী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভকারীরা বলেন, হানিয়াকে হাত্যার মাধ্যমে কাপুরুষের পরিচয় দিয়েছে জায়নবাদী নেতানিয়াহু। ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে। লেবাননেও হানিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ দেখা গেছে পাকিস্তানের বন্দর নগরী করাচিতেও।