Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ধস বিধ্বস্ত ওয়েনাড়কে 'জাতীয় বিপর্যয়' আখ্যা রাহুলের, মর্মাহত প্রিয়াঙ্কা


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৫ এএম

ধস বিধ্বস্ত ওয়েনাড়কে 'জাতীয় বিপর্যয়' আখ্যা রাহুলের, মর্মাহত প্রিয়াঙ্কা


 

   

 

 

তিরুবনন্তপুরম, ১ আগস্টঃ ভূমিধসে মৃত্যুপুরী কেরলের ওয়েনাড়। রাজ্যজুড়ে শুধুই স্বজন হারানোর কান্না। মৃতের সংখ্যা ৩০০ ছুঁতে চলেছে। এর মধ্যে ২২ জন শিশু। আহতের সংখ্যা দুশো পার করেছে। এই অবস্থায় বিপর্যয় পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার ওয়েনাড়ে আসেন রাজ্যের সাংসদ রাহুল গান্ধি। সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা। ওয়েনাড়ের এই প্রাকৃতিক বিপর্যয়কে 'জাতীয় বিপর্যয়' বলে দাবি করেছেন রাহুল।

ওয়ানাড়ের ভূমিধসে বহু মানুষের এখনও খোঁজ পাওয়া যায়নি। প্রায় ১০০০ জনকে উদ্ধার করা হলেও এখন বহু মানুষ নিখোঁজ। দুর্গত এলাকা পরিদর্শন করে রাহুল বলেন, 'আজকের দিনটি আমার কাছে খুব কঠিন। আমি যতটা সম্ভব আপনাদের পাশে থেকে প্রাপ্য দেওয়ার চেষ্টা করব।' সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল বলেন, 'আমার নিশ্চিতভাবে এটিকে একটি জাতীয় বিপর্যয় বলছি, তবে দেখা যাক কেন্দ্র সরকার কি বলে'। 

রাহুল ও প্রিয়াঙ্কা দুজনেই ওয়ানাড়ের দুর্গত এলাকা চুরালমালা পরিদর্শন করেন। রাহুল বলেন, আমরা এই পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছি। মৃত্যু, ঘরবাড়ি হারিয়ে মানুষ আজ নিঃস্ব। এই করুণ দৃশ্য আমার কাছে খুব বেদনাদায়ক। এই অবস্থায় তাদের সঙ্গে কথা বলাটাই খুব কঠিন। আসলে এই পরিস্থিতিতে বোঝা যায় না তাদের ঠিক কি বলা উচিত। প্রিয়াঙ্কা বলেন, মানুষের করুণ অবস্থা চোখে দেখা যাচ্ছে না। 

এদিন রাহুল ও প্রিয়াঙ্কা দুজনেই চুরালমালার ভূমিধস-কবলিত এলাকার মেপ্পদীতে একটি হাসপাতাল, কমিউনিটি হেলথ সেন্টার এবং দুটি ত্রাণ শিবির পরিদর্শন করার পর সাংবাদিকদের সামনে পরিস্থিতির কথা তুলে ধরেন। রাহুল বলেন, এই কঠিন সময়ে  প্রিয়াঙ্কা আর আমি ওয়েনাড়ের জনগণের সঙ্গে রয়েছি। আমরা ত্রাণ, উদ্ধার এবং পুনর্বাসন দেওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা করছি।

উল্লেখ্য, রাহুল ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ। রাহুলের ছেড়ে দেওয়া আসন ওয়েনাড়ের উপনির্বাচনে এ বার প্রার্থী হয়েছেন প্রিয়াঙ্কা। চুরালমালায় পৌঁছে দু’জনেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করলেন। কথা বললেন সেখানে উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও। গত ৩০ জুলাই মঙ্গলবার ভারী বৃষ্টির জেরে ধস নেমেছিল ওয়েনাড়ে। যার জেরে চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা,  নুলপুঝার মতো গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে।