Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

কয়েক ঘন্টার বৃষ্টিতে জল মগ্ন জয়নগর মজিলপুর পুরসভার কয়েকটি ওয়ার্ড


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৩৭ এএম

কয়েক ঘন্টার বৃষ্টিতে জল মগ্ন জয়নগর মজিলপুর পুরসভার কয়েকটি ওয়ার্ড

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বুধবার ভোর রাত থেকে টানা বর্ষণে জলমগ্ন জয়নগর মজিলপুর পৌরসভার একাধিক ওয়ার্ড। সমস্যায় পৌরবাসী থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। ১৫৪ বছরের প্রাচীন তৃণমূল পরিচালিত জয়নগর মজিলপুর পৌরসভা জল কষ্টে ভুগছে।

একটু ভারী বৃষ্টি হলে পৌরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়। আর বুধবার ভোর রাত থেকে বৃহস্পতিবার বেলা পর্যন্ত টানা বৃষ্টিতে পৌরসভার ১,২,৩,৪,৫, ৬,৭, ৮, ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ডের বেশির ভাগ রাস্তা জলমগ্ন।

এমনকি জলমগ্ন জয়নগর স্টেশন মোড়,সার্কাস মাঠ,হরিদাস দও রোড,বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য রোড,শিবনাথ শাস্ত্রী সরণি সহ একাধিক রাস্তা। জল জমে থাকায় হাঁটু সমান জল টেনে স্কুলে বা কোমর সমান জল টেনে ট্রেন ধরতে যেতে হচ্ছে স্কুল পড়ুয়া ও সাধারণ মানুষকে।

মূলত পৌরসভার জলনিকাশি নালা দখল করে দোকান গজিয়ে ওঠায় ও সংস্কার না হওয়ায় এই জলমগ্ন অবস্থায় ভুগতে হচ্ছে এলাকার মানুষকে। এব্যাপারে পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বিষয় টি দেখার আশ্বাস দিলেন।কিন্তু এই জল যন্ত্রণা থেকেই গেল জয়নগর মজিলপুর পৌরবাসীদের কাছে।