Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

‘মোদি সরকার’কা পুরা সিস্টেম হি লিক হ্যায়’ .. নয়া সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল পড়া নিয়ে আক্রমণ  কংগ্রেসের


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৫৯ পিএম

‘মোদি সরকার’কা পুরা সিস্টেম হি লিক হ্যায়’ .. নয়া সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল পড়া নিয়ে আক্রমণ  কংগ্রেসের

পুবের কলম,ওয়েবডেস্ক:     বাহার পেপার লিক, আন্দার পানি লিক ।  ‘মোদি সরকার’কা পুরা কা পুরা সিস্টেম হি লিক হ্যায়’। নতুন সংসদ ভবনে ‘ওয়াটার লিক’কে কটাক্ষ করে এমনটাই মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ মাণিকম ঠাকুর ।  

সম্প্রতি ঝাঁ চকচকে সংসদের ছাদ থেকে টুপটুপ করে জল চুঁইয়ে পড়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, সংসদের লবিতে ছাদ চুঁইয়ে পড়ছে জল। নিচে বালতি পাতা। সংসদের লবির বেশ কিছুটা জায়গা জল পড়ে ভিজে রয়েছে।  যা ভাইরাল হতেই রে রে করে উঠেছে বিরোধীরা। মোদি সরকার’কে একহাত আক্রমণ শানাতে দেরি পর্যন্ত করেননি।  

এদিন মাণিকম ঠাকুর মোদি সরকার’কে কটাক্ষ করে বলেন, মাত্র এক বছর আগে কাজ শেষ হওয়া সংসদের লবিতে যেভাবে জল চুঁইয়ে পড়ছে তাতে স্পষ্ট যে সংসদের নয়া ভবন প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম নয়। সংসদের যে লবি রাষ্ট্রপতি ব্যবহার করেন, সেখানে এমন জল চুঁইয়ে পড়ার দৃশ্য নয়া সংসদ ভবনের হাল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

এদিন কংগ্রেসের তরফ থেকে আরও বলা হয়, দেশের করদাতাদের অর্থ থেকে ৯৭১ কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করা হয়েছে। অথচ এক বছর কাটতে না কাটতেই সেই সংসদ ভবনের ছাদ  চুঁইয়ে জল পড়ছে । করদাতাদের দেওয়া টাকা সব জলে গিয়েছে।

 সরকারকে তীব্র আক্রমণ করছে তৃণমূলও। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়েন বলছেন, নতুন মোদি সরকারের সবেতেই লিক। পেপার লিক, ওয়াটার লিক, সিস্টেম লিক। এমনকী জনতার রায়ও লিক।   

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ছিল নতুন সংসদ ভবন। এই ভবন তৈরি নিয়ে  তীব্র বিরোধিতা করেছিল বিরোধী শিবির। সব কিছু উপেক্ষা করে হাজার হাজার কোটি টাকা খরচ করে দিল্লিতে তৈরি হয় সংসদ ভবন। অথচ এক বছর যেতে না যেতেই এই কাণ্ড। তবে সংসদ ভবনই নয়, এর আগেও রামমন্দিরের ছাদ চুঁইয়ে জল পড়ার ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। সেটাও গেরুয়া শিবিরের জন্য মাথাব্যাথা হয়ে দাঁড়িয়েছিল। এবার সংসদের লবিতে জল পড়ার ঘটনা ‘লিক বিতর্কে’  নয়া মাত্রা যোগ করল।