ভারী বৃষ্টিতে বানভাসি দেশের ৭ রাজ্য, গত ২৪ ঘণ্টায় মৃত ৩২
Bipasha Chakraborty
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৪ পিএম
নয়াদিল্লি, ১ আগস্ট: ভারী বৃষ্টিতে বানভাসি দেশের ৭ রাজ্য। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যগুলি থেকে এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেইসঙ্গে বহু মানুষ নিখোঁজ। লাগাতার বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত রাজ্যগুলি। দিল্লিতে একদিনের বৃষ্টি গত ১৪ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। অন্যদিকে কেরলের ওয়েনাড়ের অবস্থা ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে। পাশাপাশি হড়পা বানের কবলে পড়া উত্তরাখণ্ডের হিমাচলপ্রদেশে এখনও পর্যন্ত ১৪ জনের প্রাণহানি হয়েছে। দিল্লিতে নিকাশি নালায় ভেসে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে মা ও শিশুর। উত্তরাখণ্ড থেকে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, হিমাচল প্রদেশে ৪, দিল্লিতে পাঁচজন, উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় ৫ জন, গুরুগ্রামে ৩ জন, রাজস্থানের জয়পুরে ৩ জন ও বিহারে ৫ জনের মৃত্যু হয়েছে। বিহারে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে নীতীশ সরকার।
গোটা দেশে মোট মৃতের সংখ্যা ২৮৩, ওয়েনাড়ে মৃত্যুর সংখ্যা ২৫৭ ছাড়িয়ে গেছে। অসমর্থিত সূত্রে খবর, মৃত্যুর সংখ্যা ৩০৬, আহত ২০০ ছাড়িয়েছে। মঙ্গলবার কেরলের ওয়েনাড়ের মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় অবিরাম বৃষ্টিপাতের ফলে তিনটি বিশাল ভূমিধসের ঘটনা ঘটেছে। ব্যাপক্ষ ক্ষয়ক্ষতি হয়েছে মুন্ডাক্কাই, চুরামালা, আত্তামালা এবং নুলপুঝা গ্রামে। ছালিয়ার নদীতে ভেসে গেছে বেশ কয়েকজন। ওয়ানাড়ে ৪৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হলেও এখনও দুশোর বেশি নিখোঁজ।
পাশাপাশি বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের দাচান এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। মেঘভাঙা বৃষ্টিতে প্লাবিত বহু এলাকা। রাজৌরি জেলার নদীগুলির জল উপচে পড়ছে।
আইএমডি জানিয়েছে, ভারতে জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে নয় শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, দেশের কেন্দ্রীয় অংশে ৩৩ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। ৭ আগস্ট পর্যন্ত দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান ও বিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।