Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

সাইবার হানায় বিপর্যস্ত দেশের ৩০০ ব্যাঙ্ক, UPI পেমেন্ট প্রক্রিয়া বন্ধ


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৬ এএম

সাইবার হানায় বিপর্যস্ত দেশের ৩০০ ব্যাঙ্ক, UPI পেমেন্ট প্রক্রিয়া বন্ধ

পুবের কলম, ওয়েবডেস্ক: সাইবার হানায় বিপর্যস্ত দেশের অন্তত ৩০০ গ্রামীণ ও সমবায় ব্যাঙ্ক। যার জেরে অনলাইনে লেনদেন করতে পারছেন না ব্যাঙ্কগুলির গ্রাহকরা। ইতিমধ্যে গ্রাহকদের ইউপিআই পেমেন্ট প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে বলে খবর। মনে করা হচ্ছে, ব্যাঙ্কের সফটওয়্যারে ঢুকে পড়েছে র‌্যানসামওয়্যার। ফলে ব্যাঙ্কের গ্রাহকদের সমস্ত তথ্য হ্যাকারদের হাতে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা। আন্তর্জাতিক সংবাদসংস্থা জানিয়েছে, এই ব্যাঙ্কগুলিকে প্রযুক্তিগত সহায়তা করে সি-এজ টেকনোলজি নামে একটি সংস্থা। তাদের সফটওয়্যারেই হ্যাকার হানা হয়েছে বলে প্রাথমিক সূত্রে খবর।