Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

নবান্নে প্রশাসনিক রদবদল, জারি হল বিজ্ঞপ্তি


আবুল খায়ের   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৫৪ এএম

নবান্নে প্রশাসনিক রদবদল, জারি হল বিজ্ঞপ্তি

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল। লোকসভা নির্বাচনের পর থেকেই নবান্নের অন্দরে কানপাতলেই শোনা যাচ্ছিল পরিবর্তন আসন্ন। অবশেষে বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এটি রুটিন বদলি। শিক্ষা সচিবের পদ থেকে সরানো হল মণীশ জৈনকে। তাঁর স্থলাভিষিক্ত হলেন বিনোদ কুমার। মণীশকে বদলি করা হল উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে স্থানান্তর করা হল। বিনোদ আগে পুর ও নগরোন্নয়ন দফতরের সচিব। বিজ্ঞপ্তি অনুযায়ী গুলাম নবি আনসারি হলেন নতুন পুর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব। দায়িত্ব বৃদ্ধি পেল পিবি সেলিমের। আগেকার দফতরগুলির সঙ্গে তাঁকে এ বার সামলাতে হবে সংখ্যালঘু উন্নয়ন দফতর এবং মাদ্রাসা শিক্ষা দফতরের কাজও। সেলিম মুখ্যমন্ত্রীর দফতরের সমন্বয় সচিব। তা ছাড়া রাজ্য বিদ্যুৎ পর্ষদের অধিকর্তা। সেই দায়িত্বের পাশাপাশি আরও নতুন দু’টি দায়িত্ব সামলাতে হবে তাঁকে। একইসঙ্গে মালদহ ডিভিশনের ডিভিশনাল কমিশনারের দায়িত্ব সামলাতে হবে তাঁকে।

পাশাপাশি জিটিএ-র প্রধান সচিব করা হল করা হল বিজয় ভারতীকে। স্টেট গেজাটার্সের সিনিয়র স্পেশাল সেক্রেটারি করা হল সৌম্য পুরকাইতকে। একইভাবে টেকনিক্যাল এডুকেশনের সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদে শ্রীমতি যোশী দাশগুপ্ত।  উচ্চশিক্ষা দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদে আনা হল অমিত চৌধুরীকে।