Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পড়ুয়াদের, পুলিশের লাঠিচার্জ সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৫৩ এএম

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পড়ুয়াদের, পুলিশের লাঠিচার্জ সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

ঢাকা, ৩১ জুলাই: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীরা বুধবার রাস্তায় নামলে পুলিশ তাদের ওপর চড়াও হয়। রাজপথ থেকে তাদের হটানোর চেষ্টা করলে উভয় পক্ষে শুরু হয় ধাওয়া-পালটা ধাওয়া। কোথাও কোথাও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এতে বেশ কয়েকজন আহত হয়। এ সময় কমপক্ষে ৫০ জনকে আটকও করা হয়। মার্চ ফর জাস্টিস নামে নতুন কর্মসূচি নিয়ে দেশের বিভিন্ন জেলায় আদালতের সামনে অবস্থান নেন তারা। কিছু স্থানে সড়ক অবরোধ করায় পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। বাধা হয়ে দাঁড়ায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে অবশেষে করা হয় লাঠিচার্জ। বুধবার দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনে আন্দোলনকারীরা একজোট হয়। সারা দেশে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে এ কর্মসূচির ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে বুধবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে থাকেন শিক্ষার্থীরা, সেখানে ওঠে স্লোগানের ঝড়। এ সময় শিক্ষার্থীরা নয় দফা দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এদিকে, শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানান তারা। অন্যদিকে, বেলা দেড়টার দিকে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মিছিল করেন। এই কর্মসূচির কথা মাথায় রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, কোনও সাধারণ শিক্ষার্থীকে আটক বা গ্রেফতার করা হচ্ছে না। ছাত্রদের নাম ভাঙিয়ে যারা নাশকতার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিবে। কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ‘মার্চ ফর জাস্টিস’ পদযাত্রা কর্মসূচিতে চট্টগ্রামেও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। সকাল সাড়ে ১১টায় নগরের কোতোয়ালির লালদীঘির পাড় এলাকার জেলা পরিষদ ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।