Tue, July 9, 2024

ই-পেপার দেখুন
logo

২৪ জুন ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন, ২২ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ


News Desk   প্রকাশিত:  ০৮ জুলাই, ২০২৪, ০৯:৫১ এএম

২৪ জুন ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন, ২২ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ

 

নয়াদিল্লি, ১১ জুন: শুরু হয়েছে মোদি জমানার তৃতীয় ইনিংস। ৯ জুন প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এই আবহে এবার আগামী ২৪ জুন সংসদে ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হতে চলেছে। সংসদের এই বিশেষ অধিবেশন চলবে আট দিন। শেষ হবে ৩ জুলাই। লোকসভার স্পিকারের নির্বাচন হতে পারে ২৬ জুন। সূত্রের খবর, অধিবেশনের প্রথম দুই দিনে সংসদের নিম্নকক্ষের নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন বলে জানা গেছে। ২৭ জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদে ভাষণ দেবেন বলে খবর, ৩ জুলাই অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হতে পারে। ২২ জুলাই পেশ হতে পারে পূর্ণাঙ্গ বাজেট। গত ১ ফ্রেব্রুয়ারি লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছিল।  
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির আইন প্রণেতা রাধা মোহন সিং, যিনি সপ্তম বারের জন্য পুনঃনির্বাচিত হয়েছেন, অধিবেশনের তৃতীয় দিনে প্রোটেম স্পিকার হিসাবে নির্বাচিত হতে পারেন।