Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

কলেজে পর্ন ভিডিয়ো, সতর্ক করতেই অধ্যক্ষকে মারধর করে খুনের হুমকি অভিযুক্ত ছাত্রদের


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৫ পিএম

কলেজে পর্ন ভিডিয়ো, সতর্ক করতেই অধ্যক্ষকে মারধর করে খুনের হুমকি  অভিযুক্ত ছাত্রদের

 

লখনউ, ৩১ জুলাই: অধঃপতন! পড়তে আসার নাম করে কলেজের ভিতরে পর্ন ভিডিয়ো দেখার অভিযোগ। নাম জড়ালো বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীর। উত্তরপ্রদেশের মহন্ত ত্রিবেণী পর্বত ইন্টার কলেজের ঘটনা। খবর পেয়ে প্রচণ্ড ক্ষুব্দ হয়ে কলেজের অধ্যক্ষ তাদের বকাঝকা করে মোবাইলগুলি কেড়ে নেন। কিন্তু ঘটনা এখানেই শেষ হল না, সমস্ত ক্ষোভ গিয়ে পড়ল অধ্যক্ষের ওপরে। রাস্তায় অধ্যক্ষকে আটকে রেখে পিস্তল উঁচিয়ে মারধর করে দেওয়া হল খুনের হুমকি। অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে বাঘাউচঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছেন।

জানা গেছে, দেওরিয়ার বিশুনপুরা বাজারে মহন্ত ত্রিবেণী পর্বত ইন্টার কলেজ সপ্তম ঘণ্টার পিরিয়ড চলছিল। তখন বেশ কয়েকজন ছাত্র একটি ঘরে ছাত্রীদের সঙ্গে নিয়ে বসেছিল। অভিযোগ, একসঙ্গে বসে মোবাইলে তারা পর্ন ভিডিয়ো দেখছিল। ঘটনার খবর পেয়ে অধ্যক্ষ তাদের বকাঝকা করেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা না করার জন্য সতর্ক করেন। অষ্টম ঘণ্টায় তাদের মোবাইল ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয়। সেই মুহূর্তে এই ঘটনা মিটে যায়। কিন্তু ওই অধ্যক্ষ কলেজ শেষে বাড়ি ফেরার সময় কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে তাকে রাস্তায় ঘিরে ধরে বেশ কয়েকজন ছাত্র। অধ্যক্ষকে রাস্তায় মারধর করে তারা। বন্দুক উঁচিয়ে হুমকি দিয়ে তার শার্টের পকেট থেকে বাইশো টাকা বের করে নেয় তারা। রাস্তায় চিৎকার চেঁচামেঁচিতে স্থানীয় মানুষ জড়ো হতেই ছাত্ররা পালিয়ে যায়। 

অধ্যক্ষ ডা. শশী শেখর মিশ্র অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন। এই পুরো ঘটনায় বাঘাউচঘাট থানার ইনচার্জ রাজেশ পান্ডে জানান, বিষয়টি পুলিশের নজরে রয়েছে। শীঘ্রই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

অধ্যক্ষ জানান, গত ২৭ জুলাই সপ্তম ঘণ্টার সময় ক্লাসরুমে একই ক্লাসের মেয়েদের সঙ্গে মোবাইলে পর্ন ভিডিয়ো দেখছিল কয়েকজন ছাত্র। এক ছাত্রী তার কাছে তাদের বিষয়ে অভিযোগ করলে তিনি ক্লাসরুমে পৌঁছে তাদের বকাঝকা করেন। তার পর এই ঘটনা। 

উল্লেখ্য, বিহারের গোপালগঞ্জ জেলা কলেজের খুব কাছে। ৪০ শতাংশ ছাত্র বিহার রাজ্য থেকে এখানে আসেন। কলেজটিতে ২৮০০ ছাত্র রয়েছে। অধ্যক্ষ ড. শশী শেখর মিশ্র কমিশনে রয়েছেন।