Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

'আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, তাদেরকে তুমি মৃত মনে করো না'... ইসমাইল হানিয়ার মনমুগ্ধকর কুরআন তিলাওয়াত ভাইরাল


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৩ পিএম

'আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, তাদেরকে তুমি মৃত মনে করো না'... ইসমাইল হানিয়ার মনমুগ্ধকর কুরআন তিলাওয়াত ভাইরাল

 

 

 

 

 

পুবের কলম,ওয়েবডেস্ক: ভাইরাল 'শহিদ'  ইসমাইল হানিয়ার মনমুগ্ধকর কুরআন তিলাওয়াত। ইসমাইল হানিয়ার ভাইরাল তিলাওয়াতের দৃশ্যটিতে তিনি যে আয়াতটি তিলাওয়াত করছিলেন তা ইসলামের জন্য শহীদদের মৃত্যু পরবর্তী জীবন ও মর্যাদা সম্পর্কিত। আয়াতে বলা হয়েছে—

 

 

 

 

আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, তাদেরকে তুমি মৃত মনে করো না, বরং তারা তাদের রবের নিকট জীবিত। তাদেরকে রিজিক দেওয়া হয়। আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা লাভ করে তারা আনন্দিত আর যে সব ঈমানদার লোক তাদের পেছনে (পৃথিবীতে) রয়ে গেছে, এখনও তাদের সাথে এসে মিলিত হয়নি, তাদের কোন ভয় ও চিন্তা নেই জেনে তারা আনন্দিত। তারা আল্লাহর কাছ থেকে অনুগ্রহ ও নিয়ামত লাভ করার কারণে আনন্দিত হয়; আর এ জন্য যে, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতিদান বিনষ্ট করেন না। (সূরা আল ইমরান, আয়াত : ১৬৯-১৭০)

শহীদকে মৃত ও ক্ষতিগ্রস্ত ভাবা ভুল চিন্তা মাত্র। শাহাদাত পরাজয় বা কোন কিছু হারানোর মত বিষয় নয়। বরং শাহাদাত হল অর্জন ও বিজয়।

 শাহাদাত জীবনের অবসান ঘটায় না বরং শাহাদাত হলো ঐশী জীবনের সূচনা। অনেক জীবিত ব্যক্তিই প্রকৃতপক্ষে মৃতের সমান। আবার অনেক নিহত ব্যক্তিও জীবিত ব্যক্তির সমান। অন্ধ মানুষ যেমন দেখা বা দৃষ্টির বিষয় বুঝতে পারে না, তেমনি আমরাও অদৃশ্য জগতের ব্যাপারে অন্ধ বলেই ঐ জগতের জীবনকে উপলব্ধি করতে পারি না।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধা  হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া অজ্ঞাতপরিচয়দের হাতে 'শহিদ' হয়েছেন। আন্তার্জাতিক সংবাদমাধ্যমগুলোতে তাঁর মৃত্যুর খবর প্রকাশের পর শোক ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে। আবেগাপ্লুত হয়ে পড়েছেন অনেকেই। তাঁকে বর্তমান যুগের 'সালাহুদ্দীন আইয়ূবী' বলেও অভিহিত করেছেন কোনো কোনো সামাজিক মাধ্যম ব্যবহারকারী।  

ইন্তেকালের পর ইসমাইল হানিয়ার কোরআন তিলাওয়াতের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে তিনি নামাজের ইমামতি করছিলেন এবং আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া শহিদদের মর্যাদা সম্পর্কিত একটি আয়াত তিলাওয়াত করছিলেন। 

আল জাজিরা আরবির ফিলিস্তিন ভার্সনের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকেও ভিডিওটি আপলোড করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে— ‘ফিলিস্তিনের গাজায় একটি মসজিদে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার কণ্ঠে কোরআন তিলাওয়াত। যিনি আজ সকালে তেহরানে 'শহিদ' হয়েছেন'।