Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

দিল্লির কোচিং সেন্টারগুলিকে নিয়ন্ত্রণ করতে আইন আনছে আপ সরকার


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৮ এএম

দিল্লির কোচিং সেন্টারগুলিকে নিয়ন্ত্রণ করতে আইন আনছে আপ সরকার

নয়াদিল্লি, ৩১ জুলাই: দিল্লির কোচিং সেন্টারে জলে ডুবে ৩ পড়ুয়ার মৃত্যুর পর আগেই কড়া হতে দেখা গিয়েছে প্রশাসনকে। এবার সেই ঘটনায় এবার কোচিং সেন্টারগুলিকে নিয়ন্ত্রণ করতে আইন আনছে দিল্লির আপ সরকার। বুধবার এক সংবাদ সম্মেলনে আপের শিক্ষামন্ত্রী অতিশী বলেন, আইন প্রণয়নের জন্য সরকার সরকারি কর্মকর্তা ও বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করবে। তিনি বলেন, "আইনে অবকাঠামো, শিক্ষকদের যোগ্যতা, ফি নিয়ন্ত্রণ এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রতিরোধের বিধান থাকবে। জনগণের মতামতও চাওয়া হবে।"

আপ মন্ত্রীর কথায়, দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (MCD) আইন লঙ্ঘন করে বেসমেন্ট ব্যবহার করে কোচিং সেন্টারগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। রাজিন্দর নগর, মুখার্জি নগর, লক্ষ্মী নগর ও প্রীত বিহারের ৩০টি কোচিং সেন্টারের বেসমেন্ট সিল করে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, "পুরানো রাজিন্দর নগরের ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের প্রতিবেদন আগামী ছয় দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে। ঘটনায় কোনো আধিকারিক দোষী সাব্যস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

উল্লেখ্য, "দিল্লির কোচিং সেন্টারে জলে ডুবে ৩ পড়ুয়ার মৃত্যু হয়। এই ঘটনায় গত সোমবার দিল্লিতে শুরু বুলডোজার অ্যাকশন। সোমবার সকাল থেকে পুরনো রাজেন্দ্রনগর এলাকায় একাধিক বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করে দিল্লি পুর কর্পোরেশন (MCD)। দিল্লি পুলিশের অনুমতিতেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ফেলা হয় বেশকিছু ভবন। অবৈধ নির্মাণ ভাঙার পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করা এবং নতুন করে নিকাশি নালা মেরামতের কাজ করা হয়। যাতে জল জমার ঘটনা এড়ানো যায়। পাশাপাশি পুরসভা এলাকার ১৩টি সিভিল সার্ভিস কোচিং ইনস্টিটিউটের বেসমেন্ট সিল করে দেওয়া হয়। এদিকে বেসমেন্টে ডুবে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।