Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ফের দুর্ঘটনা রাঙ্গাপানিতে, লাইনচ্যুত মালগাড়ি


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৬ এএম

ফের দুর্ঘটনা রাঙ্গাপানিতে, লাইনচ্যুত মালগাড়ি

 

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ট্রেন দুর্ঘটনা। এবার লাইনচ্যুত মালগাড়ি। ঘটনাস্থল সেই রাঙ্গাপানি। বুধবার রাঙ্গাপানির নুমালিগড় রিফাইনারি লিমিটেডের শেডের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। সেই সময় মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়। এর জেরে রাঙ্গাপানি রেলগেট বন্ধ রাখা হয়েছে। লাইনচ্যুত বগিগুলি মেরামতির কাজ চলছে দ্রুততার সঙ্গে। ঘটনাস্থলে রয়েছেন রেলকর্তারা। যদিও দুর্ঘটনার কারণ নিয়ে রেলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

গত জুন মাসে রাঙ্গাপানির কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এতে ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। দুর্ঘটনার ঠিক দেড়মাসের মাথায় ফের ওই এলাকায় বেলাইন হল মালগাড়ি। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মালগাড়িটির দুটি ওয়াগন লাইনচ্যুত হয়। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় এই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।  স্থানীয়সূত্রে জানা গেছে, তেলবোঝাই মালগাড়িটির  দুটি ওয়াগন রেললাইন থেকে নীচে নেমে যায়। কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি, হতা-হতের খবর মেলেনি। 

মঙ্গলবার ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইনচ্যুত হয়েছিল হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে, আহত ২০ জন।