Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

অগ্নিপথ নিয়ে সোচ্চার অখিলেশ, বিতর্কে জড়ালেন অনুরাগ ঠাকুর


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৪৮ পিএম

অগ্নিপথ নিয়ে সোচ্চার অখিলেশ, বিতর্কে জড়ালেন অনুরাগ ঠাকুর

 

নয়াদিল্লি, ৩০ জুলাই:  অগ্নিপথ দেশের সেনাবাহিনীকে দুর্বল করে দিচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। এ নিয়ে মঙ্গলবার লোকসভায় বাগ্যুদ্ধে জড়ালেন বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের অখিলেশ যাদব এবং বিতর্কিত বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর।

লোকসভায় কেন্দ্রীয় বাজেটের উপরে আলোচনার সময়ে অগ্নিপথ প্রকল্প নিয়ে তর্কাতর্কি হয় দু’জনের মধ্যে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেন, ওই প্রকল্প প্রচারের জন্য কেন্দ্রের বিজেপি সরকার দেশের বড় বড় শিল্পপতিদের কাছ থেকে সাজিয়ে-গুছিয়ে ট্যুইট করানোর সাহায্য নিয়েছিল।

ইন্ডিয়া জোটের ওই নেতার দাবি, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে ফিরে আসা অগ্নিবীরদের জন্য তাই সংরক্ষণ ও চাকরির দাবি তুলছে বিজেপি। বেকায়দায় পড়েই এটা করছে তারা। অখিলেশ এ দিন সংসদে থাকা বিজেপি সদস্যদের উঠে দাঁড়িয়ে ওই অগ্নিপথ প্রকল্পের উপকারিতা ঘোষণা করার চ্যালেঞ্জ জানান। ওই সময়েই তার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান অনুরাগ ঠাকুর।