Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

বাংলাদেশ: নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৩ পিএম

বাংলাদেশ: নির্বাহী আদেশে নিষিদ্ধ  হচ্ছে জামায়াত-শিবির

ঢাকা, ৩০ জুলাই: বাংলাদেশ এখনও কিছুটা অস্থির। আন্দোলন-বিক্ষোভ ও মৃত্যু মিছিলে থমকে ওপার বাংলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জারি করেছিল কারফিউ, বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। এই মুহূর্তে বিক্ষোভের আঁচ কিছুটা কমলেও ছাত্রদের একটা অংশ এখনও অনড় আন্দোলনে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শাসক-জোটের মতে, সে দেশের উত্তাল পরিস্থিতি ও বিক্ষোভের পেছনে রয়েছে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। আর তাই দল দু’টিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের রায়ে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছিল বাংলাদেশের নির্বাচন কমিশন।

এরপর জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের সেই আপিল খারিজ করে দেয়। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে। এরই মধ্যে সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত হতে চলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।

এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী দলটিকে নিষিদ্ধ করতে সরকার আইনগত দিকগুলি খতিয়ে দেখছে বলে খবর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে ১৪ দলের নেতারা একমত হয়েছেন।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভায় তিনি একথা জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জন্য অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিল রাজনৈতিক-সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা ও নাগরিক সমাজ।

তাদের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সোমবার ১৪ দলের সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।’ এদিকে, জামায়াত-শিবিরকে বুধবারের মধ্যেই নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত স্পষ্ট। প্রধানমন্ত্রী তাঁকে নির্দেশ দিয়েছেন আগামীকালের মধ্যে একটি ব্যবস্থা নিতে।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গেও বসবেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কোন আইনি প্রক্রিয়ায় তা করা হবে।’ আইনমন্ত্রী আরও বলেন, ‘কোনও দলকে যখন নিষিদ্ধ করা হয়, তখন সেটি নির্বাহী আদেশ দিয়েই হয়।’