Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

সংক্রামক রোগ নিয়ন্ত্রণে, লক্ষণ দেখেই আলাদা পরীক্ষা ব্যিবস্থা রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০৪ এএম

সংক্রামক রোগ নিয়ন্ত্রণে, লক্ষণ দেখেই আলাদা পরীক্ষা ব্যিবস্থা রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

 

 দেবশ্রী মজুমদার,  রামপুরহাট: সংক্রামক রোগ নিয়ন্ত্রণে, লক্ষণ দেখেই আলাদা পরীক্ষা ব‍্যবস্থা চালু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আগে সমস্ত ধরণের রোগীদের এক্সরে, ইসিজি টিকিটের মাধ‍্যমে পরীক্ষা হতো। চিরদিন সর্বত্র তাই হয়।

কিন্তু দুদিনের পর্যবেক্ষণ এবং  আলোচনার মাধ‍্যমে দিল্লির "ফাইণ্ড", "বিশ্ব স্বাস্থ্য সংস্থা" এবং জেলা স্বাস্থ্য বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকরা সহমত হয়েছে কিভাবে  বায়ুবাহিত রোগ সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়।  মঙ্গলবার এই নিয়ে একটি বৈঠক হলো রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে।

বৈঠকে উপস্থিত ছিলেন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ‍্যক্ষ করবী বড়াল, এম এস ভি পি পলাশ দাস, ফাইণ্ডের তরফে ছিলেন প্রাক্তন অধ‍্যাপক অশ্বীনি খান্না, চেস্ট ডিপার্টমেন্টের প্রধান এবং মাইক্রোবায়োলজির প্রধানরাও ছিলেন।

দিল্লির ফাইণ্ড, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জেলা স্বাস্থ্য বিভাগের উচ্চ পদস্থ  আধিকারিকরা মঙ্গলবারের বৈঠকে যে বিষয়টি তুলে ধরেন, তা হলো সংক্রামক রোগকে আঁটকানো। এম এস ভিপি পলাশ দাস বলেন, দুদিনের পর্যবেক্ষণের পর বৈঠকে যেটা উঠে আসে সেটি হলো কোনোভাবেই সংক্রমিত রোগীকে সকলের সাথে এক জায়গাই এবং একসাথে পরীক্ষা করা যাবে না। তারমধ‍্যে সংক্রামক কোনো লক্ষণ দেখলেই, সেই রোগীর দ্রুত ইসিজি সহ অন‍্যান‍্য পরীক্ষা আলাদা টিকিট করিয়ে পরীক্ষা নেওয়া হবে।

এর ফলে টিবি জাতীয় সংক্রমণজনিত রোগ নিয়ন্ত্রণ হবে। সেক্ষেত্রে  কী কী পদক্ষেপ নেওয়া যেতে সে ব‍্যাপারে আলোচনা হয়। যেমন কোথায় কফ সংগ্রহ করা যেতে পারে।

কোথায় তার পরীক্ষা করা যেতে পারে। ওষুধ দেওয়ার ক্ষেত্রে যে ভিড় হচ্ছে সেটা কী করে কমানো যায়। টিবি আক্রান্ত কোনো রোগীকে আলাদা করে টিকিট দিয়ে স্পিড আপ করা যায় কিনা। একটু দেখা আক্রান্ত রোগী যেন সংক্রমণ ঘটাতে না পারে। এক্সরে, ইসিজি আলাদা করে করিয়ে দেওয়া।