Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

কোটা আন্দোলনে অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে: রাষ্ট্রসংঘ


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:১৫ পিএম

কোটা আন্দোলনে অতিরিক্ত  শক্তি প্রয়োগ ও মানবাধিকার  লঙ্ঘন করা হয়েছে:  রাষ্ট্রসংঘ

জেনেভা, ৩০ জুলাই: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আরও একবার গভীর উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসংঘ। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ পেয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন রাষ্ট্রসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিচ। এক বিবৃতিতে তিনি বাংলাদেশে সব রকম সহিংসতার দ্রুত, স্বচ্ছ এবং পক্ষপাতহীন তদন্তের দাবি জানান ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার ডাক দেন। ডুজারিচ বলেন, ‘বাংলাদেশ ইস্যুতে আমার কাছে আপডেট আছে। আমি আপনাদের বলতে পারি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্তি ও সংযমের জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।’ বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গণগ্রেফতারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গুতেরেস। মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি। ডুজারিচ জানান, নিরাপত্তারক্ষীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং তাদের দ্বারা মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন গুতেরেস। তিনি আরও বলেন, ‘শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানো শীর্ষস্থানীয় দেশ হিসেবে আমরা বাংলাদেশকে মানবাধিকারের প্রতি সম্মান সমুন্নত রাখার আহ্বান জানাই’। এদিকে, মঙ্গলবার বাংলাদেশে আরও শিথিল করা হয় কারফিউর সময়সীমা। আর এদিনই কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে সারা দেশে শোক পালন কর্মসূচি ছিল বাংলাদেশ সরকারের। তবে দেশব্যাপী রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন কর্মসূচির কথা ঘোষণা করেছেন। আন্দোলনকারীদের একাংশ ছাত্র আন্দোলন প্রত্যাহার করার কথা জানালেও আরেকপক্ষ তা চালিয়ে যাওয়া হবে জানিয়েছে। শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবার কালো ব্যাজ পরে সরকারি কর্মীরা কাজ করেছেন। নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দেশের বহু মসজিদে দোয়া হয়েছে।