Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ভেনেজুয়েলায় বিক্ষোভ-সংঘর্ষ


ইমামা খাতুন   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৬ পিএম

ভেনেজুয়েলায় বিক্ষোভ-সংঘর্ষ

কারাকাস, ৩০ জুলাই: ভেনেজুয়েলায় রবিবারে নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণার পরই ছড়িয়েছে বিক্ষোভ। প্রতিবাদকারীদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে আসেন। শহরের আশপাশের এলাকা থেকেও অনেকে মাইলের পর মাইল হেঁটে প্রেসিডেন্ট প্রাসাদের অভিমুখে যাত্রা করেন। বিক্ষোভের সময় জনতা ‘স্বাধীনতা, স্বাধীনতা!’ স্লোগান দেওয়ার পাশাপাশি সরকারের পতনের আহ্বান জানান। বিভিন্ন ফুটেজে দেখা গেছে, হাইওয়েতে টায়ার জ্বলছে এবং রাস্তায় বিপুল সংখ্যক মানুষ অবস্থান করছে। আর তাদেরকে লক্ষ্য করে মোটরবাইকে থাকা পুলিশ সদস্যরা টিয়ার গ্যাস নিক্ষেপ করছে। বিক্ষোভের এক পর্যায়ে সশস্ত্র পুলিশ, সামরিক এবং আধাসামরিক বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। উল্লেখ্য, নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জয়ী হওয়ায় বিরোধীরা মাদুরোর এ বিজয়ের দাবিকে ‘জালিয়াতি’ বলে আখ্যায়িত করেছে। বিরোধীদের দাবি, তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ ৭৩.২ শতাংশ ভোট পেয়ে এই নির্বাচনে বিশ্বাসযোগ্যভাবে জয়ী হয়েছেন।