Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

৫ আগস্ট থেকে মেট্রোর সময়সূচি বদল, চালানো হবে অতিরিক্ত রেক


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৫ এএম

৫ আগস্ট থেকে মেট্রোর সময়সূচি বদল, চালানো হবে অতিরিক্ত রেক

 

পুবের কলম প্রতিবেদক: যাত্রীদের নিরাপদ এবং সুষ্ঠু রেল পরিষেবা দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। যাত্রীদের চাহিদা মেটাতে এবার কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো রেল পরিষেবার সময়সূচি বদল করে বাড়ানো হল সময়সীমা।

কলকাতা মেট্রো রেল সূত্রের খবর, ওই কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো রেল রুটে আরও ৪ ঘণ্টা ২০ মিনিট সময় বাড়ানো হবে আগামী ৫ আগস্ট থেকেই।  ওই রুটের আপ ও ডাউন লাইনে এতদিন সকাল ৯টায় প্রথম মেট্রো পরিষেবা চালু হত এবং যাত্রীদের নিয়ে শেষ মেট্রো ছাড়ত বিকেল ৪টে ৪০ মিনিটে।

মেট্রো রেলের নয়া সময়সূচি অনুযায়ী এবার আপ ও ডাউন লাইনে প্রতিদিন মেট্রো পরিষেবা চালু থাকবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ ছাড়াও ওই রুটে বাড়ানো হচ্ছে রেকের সংখ্যাও। বর্তমানে ওই রুটে দৈনিক মোট ৪৮টি ট্রেন চলাচল করে। মেট্রো রেল সূত্রের খবর, নয়া সময়সূচি অনুযায়ী আগামী ৫ আগস্ট থেকে ওই রুটে দৈনিক ৭৪টি রেক চালানো হবে। 

উল্লেখ্য, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুট চালু হওয়ার পর থেকে ক্রমশই ভিড় বাড়ছিল যাত্রীদের। মেট্রোর নয়া সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন বিপুল সংখ্যক যাত্রী।